1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
জীবন-মৃ*ত্যু*র সীমানায় মুমিনের আনন্দ, কাফিরের ভয় - সংবাদ এইসময়
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

জীবন-মৃ*ত্যু*র সীমানায় মুমিনের আনন্দ, কাফিরের ভয়

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

মুফতি সাইফুল ইসলাম

প্রতীকী ছবি

মানুষের জীবনে সবচেয়ে রহস্যময় ও গভীর সত্য হলো মৃত্যু। জীবনের প্রতিটি ধাপ পেরিয়ে শেষ মুহূর্তে এসে মানুষ যখন হাশরের অনিবার্য যাত্রার দিকে এগিয়ে যায়; তখন তার হৃদয়ের মাঝে লুকিয়ে থাকা প্রকৃত বিশ্বাসের রূপ স্পষ্ট হয়ে ওঠে। যদিও মৃত্যুভয় মানুষের স্বভাবজাত বিষয়। কিন্তু ঈমানদার হৃদয়ে মৃত্যুকে ঘিরে থাকে এমন এক আভা যা তাকে আল্লাহর নিকটবর্তী হওয়ার অনুভূতিতে আবিষ্ট করে।

রাসুলুল্লাহ (সা.) তাঁর এক হাদিসে মুমিন-কাফির উভয়ের শেষ সময়ের এই হৃদয়গত অবস্থাকেই ব্যাখ্যা করেছেন—
عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَنْ أَحَبَّ لِقَاءَ اللهِ أَحَبَّ اللهُ لِقَاءَهُ وَمَنْ كَرِهَ لِقَاءَ اللهِ كَرِهَ اللهُ لِقَاءَهُ قَالَتْ عَائِشَةُ أَوْ بَعْضُ أَزْوَاجِهِ إِنَّا لَنَكْرَهُ الْمَوْتَ قَالَ لَيْسَ ذَاكِ وَلَكِنَّ الْمُؤْمِنَ إِذَا حَضَرَهُ الْمَوْتُ بُشِّرَ بِرِضْوَانِ اللهِ وَكَرَامَتِهِ فَلَيْسَ شَيْءٌ أَحَبَّ إِلَيْهِ مِمَّا أَمَامَهُ فَأَحَبَّ لِقَاءَ اللهِ وَأَحَبَّ اللهُ لِقَاءَهُ وَإِنَّ الْكَافِرَ إِذَا حُضِرَ بُشِّرَ بِعَذَابِ اللهِ وَعُقُوبَتِهِ فَلَيْسَ شَيْءٌ أَكْرَهَ إِلَيْهِ مِمَّا أَمَامَهُ كَرِهَ لِقَاءَ اللهِ وَكَرِهَ اللهُ لِقَاءَهُ

‘উবাদাহ ইবনে সামিত (রা.) হতে বর্ণিত। মহানবী (সা.) বলেছেন: যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ লাভ পছন্দ করে, আল্লাহ্ও তার সাক্ষাৎ পছন্দ করেন। আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে না, আল্লাহ্ও তার সাক্ষাৎ পছন্দ করেন না। তখন আয়িশাহ (রা.) অথবা তাঁর অন্য কোনো স্ত্রী বললেন, আমরাও তো মৃত্যুকে পছন্দ করি না।

মহানবী (সা.) বললেন: ব্যাপারটা এমন নয়। আসলে, যখন মুমিনের মৃত্যু উপস্থিত হয়, তখন তাকে আল্লাহর সন্তুষ্টি ও তার সম্মানিত হবার খোশ খবর শোনানো হয়। তখন তার সামনের খোশ খবর চেয়ে তার নিকট অধিক পছন্দনীয় কিছু হতে পারে না। কাজেই সে তখন আল্লাহর সাক্ষাৎ লাভ করাকেই ভালবাসে, আর আল্লাহ্ও তার সাক্ষাৎ ভালবাসেন।
আর কাফিরের যখন মৃত্যু উপস্থিত হয়, তখন তাকে আল্লাহর ’আযাব ও গজবের সুসংবাদ দেয়া হয়। তখন তার সামনে যা থাকে তার চেয়ে তার কাছে অধিক অপছন্দনীয় আর কিছুই থাকে না। সুতরাং সে তখন আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করে, আর আল্লাহ্ও তার সাক্ষাৎ অপছন্দ করেন। (বুখারি, হাদিস : ৬৫০৭)
হাদিসের মূলভাব

মানুষ মৃত্যুকে স্বভাবগতভাবে ভয় পেলেও, মুমিনের জন্য মৃত্যুর মুহূর্ত আসলে এক নতুন মুক্তির সূচনা- রহমত, সন্তুষ্টি ও আল্লাহর সান্নিধ্যের দিকে উত্তরণ। আর কাফিরের জন্য সেই মুহূর্তই হয়ে ওঠে চূড়ান্ত হতাশা ও কঠিন পরিণতির বার্তা।

রাসুলুল্লাহ (সা.) এই হাদিসে বুঝিয়ে দিয়েছেন, আল্লাহর সাক্ষাৎ পছন্দ করা বা অপছন্দ করা—এটা সাধারণ মৃত্যুভয় বা জীবনের প্রতি অনুরাগ নয়; বরং মৃত্যুর মুহূর্তে মানুষ যা প্রত্যক্ষ করে তার ওপর নির্ভর করে। সুখবর পেয়ে প্রকৃত মুমিন আল্লাহর সাক্ষাৎ কামনা করে, আর শাস্তির সংবাদ পেয়ে কাফির তা অপছন্দ করে; এটাই হাদিসের প্রকৃত শিক্ষা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট