কাজী নূরনবী নাইস
জেলা প্রতিনিধি নওগাঁঃ
নওগাঁয় দুই মাথা ও তিন হাতওয়ালা এক শিশুর জন্ম হয়েছে।আজ বৃহস্পতিবার ২৭ নভেম্বর দুপুর ১২ ঘটিকার সময় নওগাঁ জেলা শহরের প্রাইম ল্যাব এন্ড হাসপাতালে অপারেশন মাধ্যমে ওই শিশুর জন্ম হয়।মোসা:
আরিফা (২০) নামে এক গৃহবধূর পেট থেকে দুই মাথাওয়ালা এ শিশুর জন্ম হয়।
শিশুটির জন্মের এক ঘন্টা পর মৃত্যু হয়।
আরিফা নামের গৃহবধু নওগাঁ জেলা সদরের চকপ্রসাদ ইউনিয়নের বাসিন্দা মোঃ রকি’র বিবাহিতা স্ত্রী।
জানা গেছে, নওগাঁ জেলা শহরের প্রাইম ল্যাব এন্ড হাসপাতালে গৃহবধূ আরিফার সিজারিয়ান অপারেশনের মাধ্যমে দুই মাথাওয়ালা ওই শিশুর জন্ম হয়।
প্রাইম ল্যাব এ্যন্ড হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটি জন্মের এক ঘন্টা পরে মৃত্যু হয়,পরবর্তীতে সেই শিশুটিকে তারা বাবা নিয়ে যায়।
বর্তমানে শিশুটির মা চিকিৎসাধী রয়েছেন এবং সুস্থ্য আছেন।