1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৯ আরোহী নিয়ে নৌকাডুবি - সংবাদ এইসময়
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৯ আরোহী নিয়ে নৌকাডুবি

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার পেরাক দ্বীপের উত্তর-পূর্ব জলসীমায় একটি নৌকা ডুবে একজনের মৃত্যু হয়েছে। নৌকাটিতে বাংলাদেশিসহ ১৯ জন আরোহী ছিলেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে রয়্যাল মালয়েশিয়ান নেভির যুদ্ধজাহাজ কেডি লেদাং দুর্ঘটনাস্থল থেকে লাইফ জ্যাকেট পরিহিত অবস্থায় ১৮ জন আরোহীকে ভাসমান অবস্থায় উদ্ধার করে।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউ স্ট্রেইট টাইমস।

প্রতিবেদন অনুযায়ী, নিহত ব্যক্তি ৭০ বছর বয়সী স্থানীয় একজন নাগরিক। জীবিত উদ্ধার হওয়া ১৮ জনের বয়স ১৫ থেকে ৫৩ বছরের মধ্যে। এদের মধ্যে ১৫ জনই মালয়েশিয়ার স্থানীয় নাগরিক। বাকিদের মধ্যে ৩ জন মিয়ানমারের নাগরিক এবং একজন বাংলাদেশি নাগরিক।

ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সময় আরোহীরা পেরাক দ্বীপের জলসীমায় একটি ‘তুকুন’ (কৃত্রিম প্রবাল প্রাচীর) রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত ছিলেন।

কেদাহ ও পারলিস রাজ্য মেরিটাইমের পরিচালক ফার্স্ট অ্যাডমিরাল মেরিটাইম রোমলি মুস্তাফা জানিয়েছেন, কেডি লেদাং সফলভাবে আরোহীদের শনাক্ত করে জীবিতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং নিহত ব্যক্তিকে পরবর্তী প্রক্রিয়ার জন্য জাহাজে নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে কেডি লেদাং টিএলডিএম মাভিলা ৩ জেটিতে পৌঁছায়। জীবিত ১৮ জন আরোহীকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। নিহত বয়স্ক ব্যক্তির মরদেহ পরবর্তী তদন্তের জন্য রয়্যাল মালয়েশিয়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়া, স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা শেষে জীবিত উদ্ধারকৃত ১৮ জনকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি এবং মালয়েশিয়ার নৌ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

অ্যাডমিরাল রোমলি মুস্তাফা এই সফল উদ্ধার অভিযানে দ্রুত পদক্ষেপ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট