রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশার শাহামীরপুরে পদ্মা নদীর চরে ধানক্ষেতে কাজ করতে গিয়ে রাসেলস ভাইপারের কামড়ে আহত হয়েছেন হেলাল বিশ্বাস নামের এক কৃষক। কামড় দেওয়া সেই জীবন্ত সাপটিকেই সঙ্গে নিয়ে হাসপাতালে পৌঁছান তিনি ও সঙ্গে থাকা কৃষকরা।
গতকাল শুক্রবার সকালে ধানের ক্ষেতে কাজ করার সময় হেলালকে রাসেলস ভাইপার সাপ কামড় দেয়। সঙ্গে থাকা অন্য কৃষকদের সহায়তায় সাপটিকে আটক করে দ্রুত তাঁকে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সাপে কাটা কৃষকের চাচাতো ভাই বাদশা বিশ্বাস বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত সেখানে গিয়ে হেলালকে উদ্ধার করি। সাপটিও সঙ্গে নিয়ে হাসপাতালে আসি, যাতে চিকিৎসকরা সঠিকভাবে শনাক্ত করতে পারেন। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।
পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. এবাদত হোসেন বলেন, রাসেলস ভাইপারের কামড়ে আহত কৃষক এখন আশঙ্কামুক্ত।