1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
কয়েকজন নেতার খারাপ রাজনীতির কারণে দেশের সম্ভাবনা বাধাগ্রস্ত: জামায়াত আমির - সংবাদ এইসময়
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিল্কিওয়েতে সাদা নক্ষত্রের অদ্ভুত আচরণে বিস্মিত বিজ্ঞানীরা মদ বিক্রেতা ও পানকারীদের প্রতি ইসলামের কঠোর বার্তা শ্রীবরদীর ভেলুয়া বাজারে জামায়াত মনোনীত প্রার্থীর গণভোট বিষয়ে জনসচেতনতা সভা অনুষ্ঠিত সাভার স্বর্ণকলি আদর্শ বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচন ও গণভোট নিয়ে প্রোপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না : রিজওয়ানা বাগমারায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা দোয়া মাহফিল রোয়াংছড়িতে এনসিপি’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। আমাদের বেতনের টাকা আসে স্পন্সর ও আইসিসি থেকে: মিরাজ ভূমিকম্পে কেঁপে উঠল ই/সরায়েল ফটিকছড়িতে মনোনয়ন ফিরে পেলেন রবিউল হাসান তানজিম

কয়েকজন নেতার খারাপ রাজনীতির কারণে দেশের সম্ভাবনা বাধাগ্রস্ত: জামায়াত আমির

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

সংবাদ এই সময় ডেস্ক।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মনে করেন, দেশের মানুষের মধ্যে সততা ও সম্ভাবনা থাকলেও কিছু স্বার্থান্বেষী রাজনীতিবিদের কর্মকাণ্ড জাতীয় অগ্রগতিকে ব্যাহত করছে।

রোববার মহাখালীর বিএমআরসি ভবনে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মতামত দেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের সাধারণ মানুষ সৎ ও নৈতিক- গত বছরের ৫ আগস্টের ঘটনার পর তা আরও স্পষ্ট হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী অনুপস্থিত থাকলেও কোথাও বিশৃঙ্খলা বা লুটতরাজ হয়নি, যা মানুষের চরিত্র সম্পর্কে ইতিবাচক ধারণা দেয়।

তার দাবি, সমস্যার মূল কারণ সাধারণ জনগণ নয়, বরং কিছু রাজনৈতিক ব্যক্তির অনৈতিক আচরণ।

আরও পড়ুন
তাবলিগ জামাতের নতুন আমির সৈয়দ ওয়াসিফুল ইসলাম

কমিউনিটি হেলথ প্রোভাইডারদের কম বেতনের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, তাদের আয়ের সীমাবদ্ধতার কারণে মৌলিক ব্যয়ই মেটানো কঠিন।

জনস্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা যেন সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারেন, সে দায়িত্ব সরকারের- এ কথা স্মরণ করিয়ে তিনি বলেন, পর্যাপ্ত বেতন না পেলে কেউ ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করতে পারে না।

শিক্ষাব্যবস্থার দুর্বল দিক নিয়েও কথা বলেন তিনি। তার মতে, শিক্ষার মান, দিকনির্দেশনা এবং দক্ষ শিক্ষকতার অভাবে অনেক শিক্ষার্থী ঠিকমতো বিকশিত হতে পারে না।

কোচিং নির্ভরতা সমাজে বৈষম্য বাড়ায়, আর অবহেলায় বেড়ে ওঠা শিশুরা পরবর্তীতে রাষ্ট্রের বোঝায় পরিণত হওয়ার ঝুঁকিতে থাকে—যে শিশুদের জনসম্পদ হওয়া উচিত ছিল।

তিনি উপজাতি, পেশা বা সম্প্রদায়ভিত্তিক বৈষম্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। একই পরিবেশে বেড়ে উঠেও সমাজ কেন বিভাজিত হয়- এ প্রশ্ন তুলে তিনি বলেন, ঐক্য না থাকলে কোনও জাতি এগিয়ে যেতে পারে না।

গ্রামীণ স্বাস্থ্যসেবা উন্নয়নে উদ্যোগের কথা জানাতে গিয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে ১০০টি কমিউনিটি ক্লিনিকে সৌরবিদ্যুৎ সুবিধা দেওয়া হবে। সরকারের দায়িত্বে থাকুন বা না থাকুন- এ জনসেবার কাজ আগামী এক বছরের মধ্যেই বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।

ডা. শফিকুর রহমানের ভাষায়, রাজনীতি মানুষের সেবা করার স্থান। তিনি বলেন, ‘শুধু সামনে এগিয়ে যাওয়ার যাত্রী হতে চাই না, বরং যাত্রা শেষ করে মানুষের কাজে লাগতে চাই।’

তিনি আশাবাদ ব্যক্ত করেন, দায়িত্ব পেলে জনগণের অধিকার আদায়ে কাউকে আর আলাদা করে আন্দোলন বা আবেদন করতে হবে না—রাষ্ট্রই তা নিশ্চিত করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট