কাজী নূরনবী নাইস
জেলা প্রতিনিধি নওগাঁঃ
আজ নওগাঁয় সাংবাদিকবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এই মতবিনিময় করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জয়ব্রত পাল, অতিরিক্ত পুলিশ সুপার জেলা বিশেষ শাখা (ডিএসবি) এহসানুর রহমান ভুঁইয়া,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মুশফিকুর রহমান, নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী।
নওগাঁ জেলার বেশ কিছু সাংবাদিক সংগঠনের সাংবাদিকবৃন্দ,জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নওগাঁয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য করতে জেলার সাংবাদিকদের সজাগ থাকার আহ্বান জানায় পুলিশ সুপার। নবাগত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান,নওগাঁর জনসাধারণের জান মালের সুরক্ষা ও সম্পদ রক্ষা নিরাপত্তা প্রদান করাই আমার মূল উদ্দেশ্য। জনগনের আস্হার জায়গায় পুলিশকে নিতে সার্বিক ভাবে আমি কাজ করবো।আপনাদের সঠিক তথ্য আমাদের সাধারণ মানুষের জান মাল নিরাপত্তা রক্ষায় সার্বিকভাবে সহযোগিতা করবে।