অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ভারত সকল ধরণের সহায়তার জন্য প্রস্তুত বলে জানান তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সোমবার (১ ডিসেম্বর) একটি ইংরেজি ও পৃথক একটি বাংলা পোস্টে নরেন্দ্র মোদি তার উদ্বেগ জানান।
পোস্টে বলা হয়, ‘বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জেনে গভীরভাবে উদ্বিগ্ন বোধ করছি।
দীর্ঘ অনেক বছর ধরে তিনি বাংলাদেশের জনজীবনে অবদান রেখেছেন। তাঁর দ্রুত আরোগ্যলাভের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। আমরা যেভাবে পারি, আমাদের পক্ষ থেকে সম্ভাব্য সকল ধরণের সহায়তা প্রদানের জন্য ভারত প্রস্তুত।’