1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
খালেদা জিয়া শুধু বিএনপির অভিভাবক নয়, তিনি স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক’ - সংবাদ এইসময়
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

খালেদা জিয়া শুধু বিএনপির অভিভাবক নয়, তিনি স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক’

  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি

বক্তব্য রাখছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির অভিভাবক নয়, তিনি স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক।

মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা বাজারে গণঅধিকার পরিষদ জেলা শাখা আয়োজিত এক পথসভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রাশেদ খান বলেন, সাবেক প্রধানমন্ত্রী (খালেদা জিয়া) শুধু বিএনপির অভিভাবক নয়, তিনি স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশের মানুষ সবাই দোয়া করছেন।

তারেক রহমান দেশে ফেরার চেষ্টা করছেন। তার সার্বিক নিরাপত্তার দায়িত্ব আমাদের, সরকার এবং দেশের মানুষের। আমরা সবাই আন্তরিক। তিনি যথাসময়ে দেশে ফিরবেন বলে মনে হচ্ছে।
তিনি বলেন, ঐকমত্য কমিশনে যারা ছিলেন, তারা অনৈক্য সৃষ্টি করেছেন। তারা কিন্তু আমাদের মধ্যে ঐক্য বজায় রাখতে পারেননি। বদিউল আলম মুজমদার বলেছেন নাকি নির্বাচনের থেকেও বড় হলো সংস্কার, নির্বাচনই বড় সংস্কার নয়। আমি মনে করি সংস্কারের এক নম্বর পন্থা হলো নির্বাচন।

আগামীতে যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হয়, তাহলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। এসব কথা বলে সরকার বা ঐকমত্য কমিশনে সুবিধাভোগী লোকজন নির্বাচন পিছিয়ে ৫ বছর ক্ষমতায় থাকতে চায় কিনা, সেটি নিয়ে আমার সন্দেহ ও সংশয় রয়েছে।
গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, শুরুতে আমরা দেখেছি এ সরকার নির্বাচনের কথা শুনতে পারেনি। বরং তাদের এজেন্টের মাধ্যমে একটা বয়ান ইস্টাবলিস্ট করেছিল সংস্কারের জন্য, বিচারের জন্য ও রাষ্ট্রের উন্নয়নের জন্য এ সরকারের ৫ বছর ক্ষমতায় রাখলে ভালো হবে। নির্বাচন নিয়ে ভারতের চক্রান্ত বা অন্য দেশের চক্রান্ত থাকতে পারে।

আরেকটি এক এগারো সৃষ্টি করে বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন গোষ্ঠী তৎপর রয়েছে। বাংলাদেশে আমরা আর এক এগারো ফিরতে দেব না। আওয়ামী লীগ ও শেখ হাসিনা এ দেশে ফিরবে না।
এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের ঝিনাইদহ জেলা সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান আহমেদ রাইহান, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মিশন আলীসহ অন্যরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট