1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
এভারকেয়ারে খালেদা জিয়ার নিঃশব্দ লড়াই, বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা - সংবাদ এইসময়
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মিল্কিওয়েতে সাদা নক্ষত্রের অদ্ভুত আচরণে বিস্মিত বিজ্ঞানীরা মদ বিক্রেতা ও পানকারীদের প্রতি ইসলামের কঠোর বার্তা শ্রীবরদীর ভেলুয়া বাজারে জামায়াত মনোনীত প্রার্থীর গণভোট বিষয়ে জনসচেতনতা সভা অনুষ্ঠিত সাভার স্বর্ণকলি আদর্শ বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচন ও গণভোট নিয়ে প্রোপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না : রিজওয়ানা বাগমারায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা দোয়া মাহফিল রোয়াংছড়িতে এনসিপি’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। আমাদের বেতনের টাকা আসে স্পন্সর ও আইসিসি থেকে: মিরাজ ভূমিকম্পে কেঁপে উঠল ই/সরায়েল ফটিকছড়িতে মনোনয়ন ফিরে পেলেন রবিউল হাসান তানজিম

এভারকেয়ারে খালেদা জিয়ার নিঃশব্দ লড়াই, বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক

এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া টানা এক সপ্তাহ ধরে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন। নিবিড় পর্যবেক্ষণে রাখলেও তার শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিভিন্ন প্যারামিটার ওঠানামা করায় পরিস্থিতিকে ‘অপরিবর্তিত’ বলেই বর্ণনা করেছেন মেডিকেল বোর্ডের সদস্যরা।

এদিকে সময়ের সঙ্গে সঙ্গে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে একদিকে যেমন নানা গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে, অন্যদিকে কোনো সুখবর না পাওয়ায় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে। আবার লন্ডন থেকে যে কোনো সময় তারেক রহমান চলে আসবেন এমন তথ্যও চাউড় হয়েছে বিভিন্ন মাধ্যমে। ফলে সবকিছু নিয়ে এক ধরণের ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

বুধবার মেডিকেল বোর্ডের সদস্য ও হেমাটোলজিস্ট অধ্যাপক ডা. নুরুদ্দীন আহমদ জানান, ‘ম্যাডামের (খালেদা জিয়া) অবস্থা আগের মতোই আছেন। উন্নতি-অবনতি কোনোটাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আরেক চিকিৎসক জানান, খালেদা জিয়া মাঝে মাঝে ডাকের সাড়া দিচ্ছেন, তবে এটাকে আশানুরূপ উন্নতি বলা যাচ্ছে না।

এদিকে প্রতি রাতেই প্রায় দেড় ঘণ্টা বৈঠকে অংশ নিচ্ছেন দেশি-বিদেশি চিকিৎসকরা। লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞরাও ভিডিও কনফারেন্সে যুক্ত থাকেন। নতুন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টের ওপর ভিত্তি করে চিকিৎসার ধাপে ধাপে পরিবর্তন আনা হচ্ছে।

বুধবার দুপুরে বিএনপির মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার সিসিইউতে গিয়ে খালেদা জিয়ার খোঁজখবর নেন। বেলা ১টা ৩৮ মিনিটে হাসপাতালে প্রবেশ করে ১টা ৫০ মিনিটে তিনি বের হয়ে আসেন। এ সময় চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেন তিনি।

অন্যদিকে সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এভার কেয়ারে খালেদা জিয়াকে দেখতে যান। তিনি চিকিৎসকদের কাছ থেকে সার্বিক খোঁজখবর নেন। ৩০মিনিটের মতো হাসপাতালে অবস্থান শেষে ফেরার পথে পরিবার ও নেতাকর্মীদের ধৈরর্যাধারণ করার অনুরোধ করেন। সরকারের পক্ষ থেকে খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরণের সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তার জন্য যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল বুধবার সকালে ঢাকায় পৌঁছান। তিনি প্রথমে হোটেলে অবস্থান করে দুপুরে এভারকেয়ার হাসপাতালে যান।

ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন জানান, যুক্তরাজ্যের এই বিশেষজ্ঞ চিকিৎসায় পরামর্শ দেবেন। বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসায় চীনের ১০ সদস্যের একটি মেডিকেল টিমসহ যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারতের চিকিৎসকরাও সহযোগিতা করছে।

জাহিদ হোসেন আরও বলেন, মেডিকেল বোর্ড প্রয়োজন মনে করলে তখনই তাকে বিদেশে নেওয়া হবে। গুজব ছড়ানো বা গুজবে কান না দেওয়ার অনুরোধ করছি।

এদিকে কাতার সরকার খালেদা জিয়ার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রেখেছে বলে জানিয়েছেন উপদেষ্টা এম. এ. মালিক।

২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।এর আগে গত জানুয়ারিতে লন্ডনে প্রায় চার মাস চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন তিনি।

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে গুঞ্জন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন বাড়ছে। যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেছেন, তিনি মায়ের শারীরিক অবস্থাসহ সবকিছু নজর রাখছেন। শিগগিরই দেশে ফিরবেন, তবে চূড়ান্ত তারিখ ঠিক হয়নি।এরআগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানিয়েছেন, খালেদা জিয়ার অবস্থা বিবেচনায় তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন।

তবে এভারকেয়ারের পাশে বিমান নামা-ওঠার খবর প্রকাশের পর এই গুঞ্জন আরও জোরালো হয়েছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকার যেই হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তার পাশের একটি মাঠে পরীক্ষামূলকভাবে হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন করার কথা জানানো হয়েছে। এ নিয়ে নানা ধরণের আলোচনা, গুঞ্জন চলে দিনভর।

কেউ বলছেন, বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার জন্য হাসপাতালের কাছে বিমান অবতরণ ও উড্ডয়ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কেউ আবার বলছেন, হঠাৎ করে লন্ডন থেকে তারেক রহমান দেশে ফিরলে বিড়ম্বনা এড়াতে বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে বিমানযোগে নিয়ে আসতে এমন পরিকল্পনা করা হয়েছে।

তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশের বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা প্রটোকল অনুযায়ী বৃহস্পতিবার সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে। দুপুর ১২টা থেকে চারটার মধ্যে এভারকেয়ার হাসপাতালের কাছে দুটি উন্মুক্ত মাঠে এটা হবে। এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়।

দেশজুড়ে খালেদা জিয়ার জন্য দোয়া

এদিকে গত কয়েকদিনের মতো আজও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশের বিভিন্ন জায়গায় দোয়া ও প্রার্থনার আয়োজন করে বিএনপি ও বিভিন্ন সংগঠন। সচিবালয়ের কেন্দ্রীয় মসজিদে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের দোয়া মাহফিলে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী খালেদা জিয়ার অসুস্থতার জন্য বিগত আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনাকে দায়ী করেছেন।

এছাড়াও ঢাকা ও ঢাকার বাইরে ঝিনাইদহ, সুনামগঞ্জ, বাগেরহাট, কুমিল্লা, চুয়াডাঙ্গা, মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় রোগমুক্তি কামনায় কোরআন খতম, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।দেশের বাইরেও বিভিন্ন সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে দ্রুতই খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট