নুরুল আলম (সুজন)
দেশের ই-কমার্স অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে আসছে “জুম বাজার”—একটি আধুনিক, নির্ভরযোগ্য ও ব্যবহারবান্ধব অনলাইন মার্কেটপ্লেস। প্রযুক্তিনির্ভর সেবা ও গ্রাহক-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে খুব শিগগিরই যাত্রা শুরু করতে যাচ্ছে এই প্ল্যাটফর্মটি। ইতোমধ্যেই ব্যবসায়ী ও ক্রেতা উভয়ের মধ্যে জুম বাজার নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
জুম বাজারের উদ্যোক্তারা জানিয়েছেন,পাইকারি ও খুচরা, একদম ঘরে বসে সহজে, নিরাপদে এবং দ্রুত ডেলিভারির মাধ্যমে বাজার করার সুবিধা দিতে তাঁরা সম্পূর্ণ প্রস্তুত।
যা পাওয়া যাবে,
মধু,ঘি,তাঁতের তৈরি পাহাড়ি সকল পণ্য, সকল ধরনের আমদানীকৃত গরম মশল্লা,গুটা হলুদ, গুটা মরিচ, কাশ্মীরি মরিচের গুড়া, হলুদের গুরা,এবং মরিচের গুরা সহ বিভিন্ন রকমের মসলা ও নিত্যপ্রয়োজনীয় সব পণ্য পাওয়া যাবে জুম বাজার অনলাইনে।
মান যাচাই করা অর্গানিক ও পাহাড়ি পণ্য
হোম ডেলিভারি, ক্যাশ-অন-ডেলিভারি, ও অনলাইন পেমেন্ট করা যাবে।
গ্রাহকদের জন্য বিশেষ ছাড় ও অফার থাকবে।
এ ছাড়া স্থানীয় কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা ও পাহাড়ি পণ্যের বিক্রেতাদের জন্যও জুম বাজার একটি নতুন সম্ভাবনার দ্বার খুলতে যাচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পণ্য সংগ্রহ করে সঠিক দামে ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন অনেকেই।
আগামী সপ্তাহেই জুম বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে বলে জানা গেছে। ই-কমার্সের নতুন এই সংযোজন গ্রাহকদের কেনাকাটায় কতটা পরিবর্তন আনতে পারে, তা নিয়ে এখনই শুরু হয়েছে আলোচনা।