জিহাদুল ইসলাম (জিহাদ)
ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে কেশবচন্দ্র কলেজ প্রাঙ্গণে শুক্রবার অনুষ্ঠিত হলো দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এ ক্যাম্পে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রায় এক হাজার রোগী বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসাসেবা নেন। ক্যাম্পে সংগঠনের ১৬ জন বিশেষজ্ঞ ডাক্তার বিরতিহীনভাবে রোগীদের দেখেন এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—ড. প্রফেসর আবু বকর সিদ্দিক, ডা. মোজাম্মেল হক, ডা. মোস্তাফিজুর রহমান, কমিটির সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার, সহ-সভাপতি আনোয়ার হোসেন, আব্দুস সবুর, আবু সালেহ,এম এ কবির, ফখরুদ্দিন মুন্না, জিয়াউল ইসলাম, শরীফ হোসেন, আল মিরাজ, সাইফুল ইসলাম প্রমুখ।
কমিটির নেতারা জানান, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রোগীরা বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা ও ফ্রি ওষুধ পেয়ে তারা অত্যন্ত উপকৃত হয়েছেন।