মোঃ আলম, লালমনিরহাট জেলা প্রতিনিধি।
লালমনিরহাট জেলা প্রেস ক্লাবের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৬ ডিসেম্বর, রোজ শনিবার বিকালে জেলা প্রেস ক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জি এস বাবুর সভাপতিত্বে সভাটি শুরু হয়।
আলোচনা সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার সার্বিক গণমাধ্যম কার্যক্রম, পেশাগত নৈতিকতা, সংবাদ পরিবেশনের সঠিক মানদণ্ড ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন।
বক্তারা বলেন, সঠিক তথ্য উপস্থাপন ও পেশাদারিত্ব বজায় রেখে জনগণের কল্যাণে কাজ করাই একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব।
সভায় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক রুহুল আমিন বাবু, আলম মিয়া, রশিদুল ইসলাম, রাজু, আশিকসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে সাংবাদিকদের সার্বিক কল্যাণ, সুস্বাস্থ্য ও নিরাপত্তা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
এ সময় প্রেস ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে উপস্থিত প্রায় ৪০ জন সদস্যের সমন্বয়ে নতুন একটি কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা দায়িত্ব পালনে নিষ্ঠা, স্বচ্ছতা ও ঐক্য বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভায় আগামী বছরের কর্মপরিকল্পনা, প্রশিক্ষণ কার্যক্রম ও সংগঠনের উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বক্তারা আরও বলেন, প্রেস ক্লাব শুধু সাংবাদিকদের সংগঠন নয়, এটি জেলার মানুষের কণ্ঠস্বর তুলে ধরার একটি প্ল্যাটফর্ম।
এছাড়াও সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মশালা আয়োজন করার ঘোষণাও দেয়া হয়।
নতুন কমিটির মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন সবাই।
আলোচনা ও দোয়া মাহফিলে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে বলে মত দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষে উপস্থিত সদস্যদের জন্য চা-পরিবেশনের মাধ্যমে সভার আনুষ্ঠানিকতা শেষ হয়।