অনলাইন ডেস্ক
বেগম রোকেয়া পদক পেলেন জাতীয় নারী ফুটবল দলের তারকা ঋতুপর্ণা চাকমা। বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী (৯ ডিসেম্বর) উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব ও অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর প্রদান করা হয় এই মর্যাদাপূর্ণ পদক। এ বছর সেই সম্মাননায় ভূষিত হয়েছেন ঋতুপর্ণা।
আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ঋতুপর্ণার হাতে পদক তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ঋতুপর্ণা বলেন,
‘প্রতিটি পুরস্কারই সম্মান ও গৌরবের। এ বছরই দলীয়ভাবে একুশে পদক পেয়েছি, যা আমাদের সবার জন্যই গর্বের। আর এবার ব্যক্তিগতভাবে রোকেয়া পদক পাওয়ায় এই সম্মান আমার কাছে আরও বিশেষ হয়ে উঠেছে।’
রাঙামাটির পাহাড়ি অঞ্চলে জন্ম নেওয়া ঋতুপর্ণা ব্যক্তিগত জীবনে বহু বাধা অতিক্রম করে দেশের নারী ফুটবলকে তুলে এনেছেন নতুন উচ্চতায়। ২০২১ সাল থেকে জাতীয় দলে নিয়মিত খেলছেন ঋতুপর্ণা। বাংলাদেশের জার্সিতে ৩৩ ম্যাচে করেছেন ১৩ গোল। ২০২৪ সালের সাফ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন ঋতুপর্ণা। চলতি বছরের জুন-জুলাইয়ে এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫ গোল করেন। তাঁর অসাধারন পারফরম্যান্সে প্রথমবারের মতো বাংলাদেশ জায়গা করে নিয়েছে এশিয়ান কাপের মূল পর্বে।
ঋতুপর্ণা বলেন,
‘প্রতিটি খেলোয়াড় দেশের জন্য লড়াই করে। সব খেলোয়াড়ই কঠোর পরিশ্রম করে উঠে আসেন। এমন একজন বিশিষ্ট নারী নেত্রীর নামে এই পদক পাওয়ার পর দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতা আরও বেড়েছে। এই পদক আমাকে আরও অনুপ্রাণিত করেছে, আমি দেশের জন্য আরও কিছু করার চেষ্টা করব।’