হাবিবুর রহমান সুজন।
বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হৃদয়ছোঁয়া পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৫। আজ সকালেই বিদ্যালয় প্রাঙ্গণে সাজানো হয় বর্ণিল আয়োজন। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক আবেগঘন মিলনমেলায়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
৫ম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের গর্ব। আগামী দিনে তারা দেশের সম্পদ হয়ে উঠবে। তাদের সুদূর আগামীর জন্য আন্তরিক শুভকামনা জানাই।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি- বাবু অতুলাল চাকমা, চেয়ারম্যান, সাজেক ইউনিয়ন পরিষদ।
সভাপতিত্ব করেন- জনাব ইসমাইল হোসেন। সভাপতি, বিদ্যালয় পরিচালনা কমিটি।
শুভেচ্ছা বক্তৃতা- জনাব আবুল কালাম আজাদ,সহকারি শিক্ষক।
প্রধান শিক্ষক- বাবু দয়েন্ত কুমার চাকমা।
বিশেষ অতিথি-
জনাব জাহাঙ্গীর হোসেন, সদস্য, বিদ্যালয় পরিচালনা কমিটি।
জনাব মামুনুর রশীদ মামুন, সহ সভাপতি, পিটিএ কমিটি।
জনাব ইউছুপ আলী বাবুল সভাপতি, পিটিএ কমিটি।
বাবু দয়াধন চাকমা, সহ সভাপতি, বিদ্যালয় পরিচালনা কমিটি।
সঞ্চালনা করেন – জনাব মো. কাউছার আহমেদ, সহকারি শিক্ষক।
মো:ইসমাইল হোসেন এর পক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীদের মাঝে একটি ফুল ও একটি কলম উপহার দেওয়া হয়।
পরিশেষে বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।