অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের গ্লোবাল ভিলেজ এ বছর এক রাতেই সাতটি দেশের নববর্ষ উদ্যাপনের মাধ্যমে ২০২৬ সালকে স্বাগত জানাবে। নববর্ষের রাতে এই পর্যটন গন্তব্যের তিনটি প্রবেশদ্বার স্থানীয় সময় বিকেল ৪টা থেকে রাত ২টা পর্যন্ত বাড়তি সময়ের জন্য খোলা থাকবে।
এই ব্যতিক্রমধর্মী আয়োজনে দর্শনার্থীরা সাতটি দেশের নববর্ষ উদ্যাপন একসঙ্গে দেখার সুযোগ পাবেন। প্রতিটি দেশের নববর্ষকে চিহ্নিত করা হবে মনোমুগ্ধকর আতশবাজি ও দৃষ্টিনন্দন ড্রোন শোর মাধ্যমে।
অনুষ্ঠানের সময়সূচি অনুযায়ী, চীনের উদযাপন হবে সন্ধ্যা ৮টায়, থাইল্যান্ডের রাত ৯টায়, বাংলাদেশ উদযাপন করবে রাত ১০টায়, ভারত রাত ১০টা ৩০ মিনিটে এবং পাকিস্তান করবে রাত ১১টায়। এ ছাড়া দুবাই মধ্যরাতে এবং তুরস্ক রাত ১টায় নববর্ষ উদ্যাপন করবে।
অনুষ্ঠানে প্রধান মঞ্চে লাইভ ডিজে পারফরম্যান্স উপভোগ করার পাশাপাশি অতিথিরা ৩০টি প্যাভিলিয়ন ঘুরে দেখতে পারবেন, যেখানে ৯০টির বেশি সংস্কৃতির প্রতিনিধিত্ব থাকবে এবং থাকবে সাড়ে তিন হাজারের বেশি শপিং আউটলেট। খাবারের জন্য থাকবে ২৫০টিরও বেশি ডাইনিং আউটলেট।
এ উপলক্ষে বিনোদনকেন্দ্রটি শুধু নারী ও পরিবারদের জন্য উন্মুক্ত থাকবে।
নববর্ষের কাউন্টডাউন ছাড়াও দর্শনার্থীরা বিশ্বের বিভিন্ন সংস্কৃতির উদ্যাপন উপভোগ করতে পারবেন এবং ফ্লোটিং মার্কেট ও হ্যাপিনেস স্ট্রিট থেকে শুরু করে ফিয়েস্তা স্ট্রিট ও ডেজার্ট ডিস্ট্রিক্ট পর্যন্ত নানা আকর্ষণ ঘুরে দেখার সুযোগ পাবেন।
এ ছাড়া কার্নিভালে ২০০-এর বেশি রাইড ও গেম উপভোগ করা যাবে এবং নতুন আকর্ষণগুলোর মধ্যে থাকবে ড্রাগন কিংডম, গার্ডেনস অব দ্য ওয়ার্ল্ড এবং শিশুদের জন্য দ্য লিটল ওয়ান্ডারার্স। ফলে গ্লোবাল ভিলেজে একটি রাতই হয়ে উঠবে সবার জন্য অভিজ্ঞতায় ভরপুর এক স্মরণীয় আয়োজন।
সূত্র : খালিজ টাইমস