মোঃ আজাদ আলী , পাঁচবিবি
,
জয়পুরহাটের পাঁচবিবিতে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপি মহান বিজয় দিবস ‘২৫ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার ১৬ ডিসেম্বর মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে আব্দুল কাদের পৌর পার্কে ২১ বার তোপধ্বনির পর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ।
মুক্তিযোদ্ধা সংসদ, পাঁচবিবি থানা পুলিশ, উপজেলা বিএনপি , অঙ্গ সহযোগী সংগঠন , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন,সহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন, বিভিন্ন সরকারি বে-সরকারী প্রতিষ্ঠান ।
সকাল সাড়ে ৮ টায় পাঁচবিবি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন কুচকাওয়াজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ডিসপ্লে প্রদর্শন হয় । বেলা সাড়ে ১২ টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় । বিকেল ৪ টায়ন প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এছাড়া ও পাঁচবিবি পৌর পার্কে তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয় ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাঁচবিবি উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার সেলিম আহমেদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি বেলায়েত হোসেন সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন ।আরো ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম,, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, উপজেলা জামায়াতে ইসলামের আমির সুজাউল করিম, সেক্রেটারি মুক্তার হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুস্তাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল, বণিক সমিতির সভাপতি তাইজুল ইসলাম,
বিআরডিবির চেয়ারম্যান প্রভাষক সাইদুর রহমান , আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আরেফিন চৌধুরী আবু, বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হোসেন সহ উভয় দলের অঙ্গ সংগঠনের নেতা কর্মী এবং জুলাই আন্দোলনের ছাত্রগণ ।