1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
অনাহারে থাকা শেফালির কান্না, শুনছে না কেউ - সংবাদ এইসময়
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মিল্কিওয়েতে সাদা নক্ষত্রের অদ্ভুত আচরণে বিস্মিত বিজ্ঞানীরা মদ বিক্রেতা ও পানকারীদের প্রতি ইসলামের কঠোর বার্তা শ্রীবরদীর ভেলুয়া বাজারে জামায়াত মনোনীত প্রার্থীর গণভোট বিষয়ে জনসচেতনতা সভা অনুষ্ঠিত সাভার স্বর্ণকলি আদর্শ বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচন ও গণভোট নিয়ে প্রোপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না : রিজওয়ানা বাগমারায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা দোয়া মাহফিল রোয়াংছড়িতে এনসিপি’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। আমাদের বেতনের টাকা আসে স্পন্সর ও আইসিসি থেকে: মিরাজ ভূমিকম্পে কেঁপে উঠল ই/সরায়েল ফটিকছড়িতে মনোনয়ন ফিরে পেলেন রবিউল হাসান তানজিম

অনাহারে থাকা শেফালির কান্না, শুনছে না কেউ

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি

আগে কথা বলতে পারতেন। শরীরে ছিল বল। পরের বাড়িতে কাজ করে রোগাক্রান্ত স্বামীকে নিয়ে কোনো মতে জীবন চলছিল। খেয়ে না খেয়ে পার করছিলেন দিন।

কিন্তু হঠাৎ গত প্রায় তিন বছর আগে স্বামী মারা গেলে আকাশ ভেঙে পড়ে শেফালি বর্মনের (৬০) মাথায়। কয়েকদিন যেতে না যেতেই তিনিও শয্যাসায়ী হয়ে যান। এক অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে বাক শক্তি হারিয়ে ফেলেন। কেউ তার খবর না নেওয়ায় এখন তিনি বেকায়দায়।

আগে চেয়ে খেতে পারলেও এখন তা পারছেন না। নেই কোনো সরকারি সুযোগ-সুবিধা।
ওই শেফালি বর্মন হচ্ছেন- নান্দাইল পৌরসভার ৭নং ওয়ার্ডের নাথপাড়া মহল্লার মৃত অনিল চন্দ্র বর্মনের স্ত্রী। নিজের এক খণ্ড জমিতে উপজেলা পরিষদের করে দেওয়া একটি টিনের ঘরে কোনো মতে বসবাস করছেন।

প্রতিবেশী স্বাধন চন্দ্র বর্মন জানান, শেফালির নেই কোনো সন্তান। স্বামী অনিল চন্দ্র বর্মন মাছ বিক্রি করে সংসার চালাতেন। বছর তিনেক আগে তিনি দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে মারা যান। এরপর স্ত্রী শেফালি বর্মন বেকায় পড়ে নিঃস্ব হয়ে যান। আয়-রোজগারের কোনো পথ না থাকায় এক বেলা খেলে আরেক বেলা খেতে পারছিলেন না।

এ অবস্থায় অভাবের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়ে তিনি।
প্রয়োজনীয় চিকিৎসার অভাবে বাকশক্তি হারান। এরপর থেকে শয্যাসায়ী হয়ে পড়েন। সমাজের কোনো প্রভাবশালী বা জনপ্রতিনিধি এমনকি সরকারের কেউ কোনো ধরনের খোঁজ-খবর নেয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, পৌরসভার একজন বাসিন্দা হলেও তার নেই না কোনো ধরনের ভাতা। এমনকি সরকারের দেওয়া সকল সুযোগ-সুবিধা থেকে স্বামী-স্ত্রী ছিলেন বঞ্চিত। এমন এক অবস্থায় শেফালি এখন নিঃস্ব।

গতকাল বৃহস্পতিবার শেফালির খোঁজ নিতে ওই এলাকায় গিয়ে দেখা গেছে লাঠি হাতে থর থর করে কাঁপতে থাকলেও প্রতিবেশীদের দেওয়া কিছু চাল পানিতে ধুয়ে একটি ছোট চুলায় বসিয়ে রান্নার চেষ্টা করছেন। এভাবেই মাঝে মধ্যে যা পান তা রান্না করে জীবন পার করছেন। এ সময় এ প্রতিনিধিকে কাছে পেয়ে শব্দবিহীন বুকফাটা কান্না শুরু করেন। ঈশারায় বুঝাতে চাচ্ছেন তার ঘরে খাবার নেই, সাহায্যের প্রয়োজন। সেই সঙ্গে জানানোর চেষ্টা করছেন তার সঠিক চিকিৎসার প্রয়োজন। এমনি এক অবস্থায় বিত্তবানরা এগিয়ে আসলে ওই নারীর একটা ব্যবস্থা হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান আকন্দ জানান, ওই নারীর জাতীয় পরিচয়পত্রসহ অনলাইনে আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট