1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল সিরিয়া - সংবাদ এইসময়
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল সিরিয়া

  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

ছবিসূত্র : রয়টার্স

সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সময় সিরিয়ার ওপর জারি করা সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মার্কিন পার্লামেন্ট কংগ্রেস। গৃহযুদ্ধ ও জাতিগত দ্বন্দ্বে বিধ্বস্ত সিরিয়ায় দেশি-বিদেশি বিনিয়োগে পথকে সুগম করতেই এ পদক্ষেপ নিয়েছে মার্কিন আইনসভা।

সিরিয়ার রাষ্ট্রপতি আহমেদ আল-শারা শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারকে স্বাগত জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে এই পদক্ষেপ যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বিনিয়োগ ফিরিয়ে আনার পথ প্রশস্ত করেছে।

মার্কিন কংগ্রেস গত বুধবার সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থায়ীভাবে বাতিল করেছে। সিরিয়ার সাবেক নেতা বাশার আল-আসাদ গত বছরের ডিসেম্বরে ক্ষমতাচ্যুত হন। আল-শারা তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টের প্রথম পোস্টে একটি রেকর্ড করা ভিডিওতে বলেছেন, ‘নিষেধাজ্ঞা ছাড়াই সিরিয়ার আজ প্রথম দিন। সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ।

এরপর আপনাদের ধন্যবাদ জানাই ১৪ বছর ধরে প্রচেষ্টা এবং ধৈর্যের জন্য।’
আল-শারা সিরিয়ার জনগণের আহ্বানে সাড়া দেওয়ার জন্য (মার্কিন) রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে… এবং সিরিয়ার জনগণের ত্যাগ স্বীকার করার জন্য কংগ্রেসের সদস্যদের বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। সৌদি আরব এবং তুরস্কের আবেদনের প্রেক্ষিতে ট্রাম্প ইতিমধ্যেই দুইবার সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাস্তবায়ন স্থগিত করেছিলেন।

কিন্তু আল-শারা চেয়েছিল নিষেধাজ্ঞা পুরোপুরি উঠে যাক।

তার আশঙ্কা ছিল, নিষেধাজ্ঞা কাগজে থাকলে মার্কিন যুক্তরাষ্ট্রে আইনি ঝুঁকির ভয়ে অনেক ব্যবসা বিনিয়োগ করতে চাইবে না। শুক্রবার সকালে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই সিদ্ধান্তকে স্বাগত জানায়। তারা বলেছে, এতে করে দেশটি এখন পুনর্গঠন ও উন্নয়নের নতুন পর্যায়ে প্রবেশ করছে। বিবৃতিতে দেশ-বিদেশে থাকা সব সিরিয়ানকে দেশের পুনরুদ্ধারে অবদান রাখার আহ্বান জানানো হয়েছে।
সূত্র : আল অ্যারাবিরয়া

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট