নুরুল আলম
আজ আনন্দঘন পরিবেশে ছোট্ট রাজকুমারী আফিফা ইসলাম হুমায়রা’র শুভ জন্মদিন উদযাপিত হচ্ছে। জন্মদিন উপলক্ষে পরিবারজুড়ে বিরাজ করছে খুশি আর ভালোবাসার আবেশ।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়,
“আমার ছোট্ট রাজকুমারী, আজ তোমার জন্মদিন! তোমার হাসিতেই আমাদের পৃথিবী আলোকিত হয়। দোয়া করি, তোমার জীবন যেন সবসময় সুখ, শান্তি ও সফলতায় ভরে থাকে। আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুন।”
অভিভাবকদের কণ্ঠে আরও আবেগ—
“শুভ জন্মদিন আমার কলিজার টুকরো। তুমি বড় হয়ে একজন আদর্শ মানুষ হবে—এই কামনাই করি। লেখাপড়ায় মনোযোগী হয়ে আমাদের মুখ উজ্জ্বল করবে এবং ইসলামিক তরীকত মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক আল্লাহ যেন তোমাকে দান করেন।”
গর্বিত বাবা-মা বলেন,
“দেখতে দেখতে কত বড় হয়ে যাচ্ছো! তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা সবসময় তোমার পাশে আছি। অনেক অনেক ভালোবাসা সোনা মা।”
সংবাদ এই সময়-এর পক্ষ থেকে ছোট্ট আফিফা ইসলাম হুমায়রা’র জন্মদিনে রইল আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও দোয়া। আল্লাহ যেন তাকে নেক, জ্ঞানী ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলেন—এই কামনা।