অনলাইন ডেস্ক
লাল-সাদা রঙের পোশাক আর মাথায় টুপি। সান্তা ক্লজের পোশাক এটি। খ্রিষ্টধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব ক্রিসমাস বা বড়দিনে পিঠে বড় ঝোলা নিয়ে স্লেজ গাড়িতে চেপে হাজির হন সান্তা। সেই ঝোলায় থাকে শিশুদের জন্য হরেক উপহার।
প্রতিবছরের ন্যায় এবার সান্তা ক্লজ তার বার্ষিক উপহার বিতরণ মিশনে যাত্রা শুরু করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) ফিনল্যান্ডের ল্যাপল্যান্ড থেকে দুইটি রেইনডিয়ার টানা স্লেজে চড়ে তাকে ল্যাপল্যান্ড ছাড়তে দেখা যায়, যার মাধ্যমে বিশ্বজুড়ে শিশুদের কাছে উপহার পৌঁছে দেওয়ার ঐতিহ্যবাহী সফর শুরু হলো।
উপহার বিতরণের সময় ছাড়া সান্তা ক্লজ সাধারণত তার কর্মশালার কাছে বসবাস করেন। তার বাসস্থান ফিনল্যান্ডের উত্তরে ল্যাপল্যান্ড অঞ্চলের কোরভাতুনতুরি নামের একটি পাহাড়ি এলাকায় অবস্থিত।
ফিনল্যান্ড ভিক্তিক ইয়েলের প্রতিবেদন অনুসারে, ১৮৭৯ সালের ১৬ নভেম্বর যুক্তরাজ্যের লিভারপুলের একটি দোকানে প্রথম সান্তা ক্লজের দেখা পাওয়া যায়। সেখানে প্রথমবারের মতো সান্তার কাছ থেকে উপহার পায় শিশুরা। পরে বিশ্বজুড়ে এটি উৎসবের অংশ হয়ে ওঠে।
এরপর ১৯৬০-এর দশক থেকে ধারাবাহিকভাবে ফিনল্যান্ডের সরকারি সম্প্রচারমাধ্যম ওয়াইলে সান্তা ক্লজের এই যাত্রা ভিডিও ধারণ করে আসছে।
এবছরও সেই ধারাবাহিকতা বজায় রেখে যাত্রার দৃশ্য ধারণ করা হয় এবং ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়নের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সম্প্রচারমাধ্যমে তা পাঠানো হয়েছে।
এদিকে চলতি বঠরে ‘ইয়ার ইন রিভিউ’-এ ওয়াইলে নিউজের পডকাস্ট অল পয়েন্টস নর্থ ফিনল্যান্ডের জীবনের উল্লেখযোগ্য ঘটনা ও চ্যালেঞ্জগুলোর দিকে ফিরে তাকিয়েছে। বিশেষ করে বিদেশ থেকে ফিনল্যান্ডে বসবাস করতে আসা মানুষদের দৃষ্টিভঙ্গি থেকে দেশটির জীবনযাত্রার উত্থান-পতনের চিত্র তুলে ধরা হয়েছে।