জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার পাঁচানী গ্রামের ওমর ফারুকের আঠারো মাসের শিশু সন্তান সাজিদ গত ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকেলে বাড়ির উঠানে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের নয় দিন পর ভিকটিমের বাড়ির পাশে পরিত্যক্ত ডোবা থেকে শিশু সাজিদের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায় স্হানীয় লোকজন পরিত্যক্ত একটি ডোবায় একটি শিশুর লাশ দেখতে পেয়ে তাদের খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের বাড়ীর ২০০/২৫০ গজ দক্ষিন পাশে পরিত্যক্ত ডোবায় একটি বাচ্চার লাশ দেখতে পায়।বিষয়টি এলাকায় জানাজানি হলে ভিকটিম পরিবারের লোকজন এসে উদ্ধারকৃত শিশুকে নিখোঁজ হওয়া সাজিদের লাশ বলে শনাক্ত করেন এবং এ বিষয়ে আড়াইহাজার থানা পুলিশ’কে অবহিত করেন।আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে অসাবধানতাবশত বাড়ির পাশে ডোবা পুকুরের পানিতে পড়ে মৃত্যুবরণ করতে পারে। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের নিমিত্তে পুলিশ কর্তৃক লাশ সরকারী ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।