বিনোদন ডেস্ক
সংগৃহীত ছবি
হলিউডের প্রথাভাঙা নির্মাতা ক্রিস্টোফার নোলান আবারও দর্শককে এক ঐতিহাসিক অভিযানে নিয়ে যেতে চলেছেন। গ্রিক মহাকাব্যকার হোমারের অমর সৃষ্টি ‘দ্য ওডিসি’ অবলম্বনে নির্মিত তার নতুন ছবির প্রথম পূর্ণাঙ্গ ট্রেলার ইতিমধ্যেই অন্তর্জালে প্রকাশ পেয়েছে।
ট্রেলার দেখেই স্পষ্ট—নোলান এবারও গল্প বলছেন বিশাল ক্যানভাসে, যেখানে মানবিক আবেগের সঙ্গে মিশে আছে সময়, যুদ্ধ আর বেঁচে ফেরার লড়াই।
গ্রিক পুরাণের কিংবদন্তি বীর ওডিসিউসের চরিত্রে দেখা গেছে ম্যাট ডেমনকে।
ট্রেলারে তাঁকে পাওয়া যায় ট্রয় যুদ্ধ শেষ হওয়ার পর নিজের রাজ্য ইথাকায় ফেরার দীর্ঘ ও বিপজ্জনক যাত্রায়।
ক্লান্ত, দাড়িওয়ালা ওডিসিউসের কণ্ঠে শোনা যায় ভারী আবেগঘন ভয়েসওভার, ‘বছরের পর বছর যুদ্ধের পর… আমার মানুষদের আর বাড়ি ফেরার পথে কেউ দাঁড়াতে পারেনি… এমনকি আমি নিজেও না।’ এই সংলাপেই যেন ফুটে ওঠে চরিত্রটির মানসিক ভার ও যাত্রার কঠিন বাস্তবতা।
ট্রেলারে সংক্ষিপ্ত অথচ অর্থবহ উপস্থিতি রয়েছে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রের।
অ্যান হ্যাথাওয়েকে দেখা যায় ওডিসিউসের স্ত্রী পেনেলোপের ভূমিকায়, আর তাঁর ছেলে টেলেম্যাকাস চরিত্রে আছেন টম হল্যান্ড। উত্তাল সমুদ্র, ভয়ংকর ঝড়, অজানা বিপদ ও প্রতিকূলতার মধ্য দিয়ে ঘরে ফেরার সংগ্রামই ট্রেলারের মূল সুর।
এর আগে গত ১২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে ছবিটির প্রায় ছয় মিনিটের একটি দৃশ্য প্রদর্শন করা হয়েছিল। এ ছাড়া জুলাই মাসে একটি অসম্পূর্ণ ট্রেলার অনলাইনে ফাঁস হয়ে যায়।
তবে সদ্য প্রকাশিত এই ট্রেলারটি আগের সব ফুটেজের তুলনায় অনেক বেশি পরিণত ও আবেগঘন বলে মনে করছেন দর্শক ও সমালোচকরা।
নোলান নিজেই জানিয়েছেন, এই সিনেমা নির্মাণে তিনি আইম্যাক্স ক্যামেরায় প্রায় ২০ লাখ ফুট ফিল্ম ব্যবহার করেছেন, যা তাঁর ক্যারিয়ারের অন্যতম বৃহৎ প্রযুক্তিগত প্রয়াস। সব মিলিয়ে, ‘দ্য ওডিসি’ যে শুধু একটি পৌরাণিক গল্প নয়, বরং এক মহাকাব্যিক চলচ্চিত্র অভিজ্ঞতা হতে চলেছে, ট্রেলারই তার স্পষ্ট প্রমাণ।
জানা গেছে, নতুন বছরের ১৬ জুলাই ছবিটি মুক্তি পাবে অস্ট্রেলিয়ায়। পরদিন, অর্থাৎ ১৭ জুলাই, সিনেমাটি মুক্তি পাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে।