রংবেরং প্রতিবেদক
১৮ ডিসেম্বর প্রকাশিত হয়েছে ‘তছনছ’ ছবির টিজার। বদিউল আলম খোকনের এই ছবিতে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি। দুটি চরিত্রে দেখা যাবে তাঁকে। টিজার প্রকাশের ১০ দিন পার হলেও সেটি নিজের ফেসবুক পেজে শেয়ার করেননি ‘বিজলী’।
এমনকি ছবিটি নিয়ে সংবাদমাধ্যমে কথাও বলছেন না। বিষয়টি নিয়ে ছবির ইউনিটের কেউ মুখও খুলছেন না। তবে খোঁজ নিয়ে জানা গেছে, টিজারে প্রাধান্য দেওয়া হয়েছে নায়ক মুন্না খানকে। এটা পছন্দ করেননি ববি।
সে জন্যই নীরব আছেন অভিনেত্রী।