আবদুল করিম সোহাগ,
বিনোদন প্রতিবেদক
আনারসের ঢাকা সফর
টাঙ্গাইল জেলার মধুপুরের একটি বাগানের আনারসের ঢাকায় আসার গল্পই উঠে এসেছে ‘আনারসের ঢাকা সফর’ নাটকে। এই নাটকে তুলে ধরা হয়েছে কিভাবে প্রত্যন্ত অঞ্চলের আনারসগুলো ঢাকায় এসে পৌঁছায় এবং সেই আনারস বিক্রি করে কৃষক ফুলগাজি কিভাবে নিজের স্বপ্নপূরণের পথে অগ্রসর হয়। কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার না করে প্রাকৃতিক উপায়েই আনারসগুলো কিভাবে রসালো হয়ে ওঠে তার গল্পই ফুঁটে উঠেছে এই নাটকে।
মধুপুরের বাগানে শেয়াল, কোকিল, কাক, ইঁদুর আর বেড়ালের খুনসুটি, দুষ্টুমির সঙ্গে সঙ্গে এই বাগান ছেড়ে আসার সময় দীর্ঘদিনের শেকড় ছেড়ে মানুষের কল্যাণে আনারসের বৃহত্তর আত্মত্যাগের গল্প নিয়েই এগিয়ে চলে আনারসের ঢাকা সফর।
আনারসগুলো পিক-আপে করে ঢাকার কারওয়ান বাজারে এসে পৌঁছলে শহরের নাগরিক ব্যস্ততা এবং দেশ-বিদেশের বাহারি ফলের সঙ্গে ভিন্ন এক মেলবন্ধন গড়ে ওঠে। কারওয়ান বাজারে বিক্রির পরে মানুষের পুষ্টি জোগাতে বিভিন্ন অঞ্চলে ভাগ হয়ে যায় আনারসগুলো। মানুষের কল্যাণে বিভিন্ন অঞ্চলে চলে যাওয়াই আনারসের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হয়ে দাঁড়ায়।
আনারসগুলোর বিক্রির মাধ্যমে একজন সাধারণ কৃষকের শ্রম, সংগ্রাম ও আশা-ভরসার গল্পকে প্রাণবন্তভাবে উপস্থাপন করা হয়েছে।
সব আনারস বিক্রি হয়ে গেলেও দুটো আনারস ফিরে আসে আবারও মধুপুরেই। আনারস দুটোর এই ফিরে আসা যেন শেকড়ের কাছেই ফিরে আসা। যে শেকড়ের কাছে ফেরার উদ্দেশ্যেই জীবনের একমাত্র উদ্দেশ্য। ফিরে আসা আনারসের মাথার মুকুট থেকেই আবারও নতুন বাগান গড়ে তোলে কৃষক ফুলগাজি।
‘আনারসের ঢাকা সফর’ নাটকটির রচনায় আনজীর লিটন, নির্দেশনায় মনামী ইসলাম কনক, সহযোগী নির্দেশনায় মনিরুজ্জামান রিপন। নাটকটি আগামী ৩০ ডিসেম্বর ২০২৫ বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বিকেল ৫ টায় ১ম সন্ধ্যা ৭ টায় দ্বিতীয় প্রদর্শনী মঞ্চস্থ হবে।
ঢাকা লিটল অপেরা শিশুদের সাংস্কৃতিক বিকাশ ও নান্দনিক চর্চার আদর্শ একটি প্লাটফর্ম হিসেবে তার যাত্রা শুরু করেছে। শিশুদের প্রতিভা বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠানটি নিয়মিত আয়োজন করবে নাটক, কবিতা আবৃত্তি, পাঠাভিনয়, নৃত্য ও বাচিকসহ নানা সৃজনশীল কার্যক্রম। শুধু প্রশিক্ষণ নয়, এই আয়োজনগুলোর সরাসরি পরিবেশনের মাধ্যমে শিশুদের মঞ্চে উপস্থাপন করাই হবে ঢাকা লিটল অপেরার অন্যতম লক্ষ্য।
২০২৫ সালের ৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ঢাকা লিটল অপেরা, আর তাদের প্রথম প্রযোজনা হিসেবে ৩০ ডিসেম্বর ২০২৫ মঞ্চস্থ করছে ‘আনারসের ঢাকা সফর’ একটি বর্ণিল ও কল্পনাপ্রবণ নাট্যপ্রযোজনা যা গ্রামের জীবন ও শহরের সাথে তার সংযোগকে তুলে ধরেছে। এই প্রযোজনার মধ্য দিয়ে শিশুদের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতাকে কেন্দ্র করে গল্প বলার একটি নতুন যাত্রা শুরু করল ঢাকা লিটল অপেরা।
এই প্রযোজনার মাধ্যমে ঢাকা লিটল অপেরা আরও ব্যাপকভাবে শিশুদের সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল বিকাশে কাজ করতে প্রত্যয়ী।