হাবিবুর রহমান সুজন।
আগামীকাল বাদ জোহর রাঙামাটির বাঘাইহাট এলাকায় দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। উক্ত জানাজায় দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
আয়োজক সূত্রে জানা যায়, জানাজার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে সাজেক ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ। অনুষ্ঠানে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
স্থানীয় নেতৃবৃন্দ জানান, জাতীয় জীবনে বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে শান্তিপূর্ণ ও শৃঙ্খল পরিবেশে জানাজা সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।