নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ এখন গুলশানে তাঁর ছেলে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনে রাখা হয়েছে। আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকালে এক আবেগঘন পরিবেশে প্রিয় নেত্রীকে শেষবারের মতো একনজর দেখতে এবং শ্রদ্ধা জানাতে সেখানে ভিড় করছেন দলের শীর্ষ নেতা ও স্বজনরা। কফিনের পাশে বসে পরম মমতায় মায়ের আত্মার মাগফিরাত কামনায় কোরআন তেলাওয়াত করছেন শোকাতুর তারেক রহমান।
এর আগে আজ সকাল ৯টার কিছু আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম জিয়ার মরদেহ বের করা হয়। জাতীয় পতাকায় মোড়ানো কফিনে করে মরদেহবাহী গাড়িটি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গুলশানের উদ্দেশ্যে রওনা হয়। দীর্ঘ ১ মাস ৭ দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। আজ সকালে হাসপাতাল থেকে মরদেহ বের করার সময় সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
তারেক রহমানের গুলশানের বাসভবনে বর্তমানে তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ পরিবারের অন্যান্য ঘনিষ্ঠ সদস্যরা উপস্থিত রয়েছেন। মায়ের কফিনের পাশে বসে তারেক রহমানের কোরআন তেলাওয়াতের দৃশ্যটি উপস্থিত নেতাকর্মীদের মাঝে গভীর আবেগের সৃষ্টি করেছে। দীর্ঘ ১৭ বছর পর প্রবাস থেকে ফিরে মায়ের সেবা করার সুযোগ পেলেও শেষ পর্যন্ত তাঁকে চিরতরে হারাতে হওয়ায় তারেক রহমানের চোখে-মুখে ছিল গভীর শোকের চিহ্ন।
পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন শেষে বেগম খালেদা জিয়ার মরদেহ জানাজার জন্য নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হবে। আজকের রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটির দিনে সারাদেশের মানুষ তাঁদের প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বাসভবন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপির নিজস্ব স্বেচ্ছাসেবক দল নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে যাচ্ছে। মূলত এক কিংবদন্তি নেত্রীর বিদায়ে এখন পুরো গুলশান এলাকায় এক বিষাদময় নীরবতা বিরাজ করছে।