কাজী নূরনবী নাইস
নওগাঁ প্রতিনিধি
নওগাঁ সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
১লা জানুয়ারি দুপুর ২টায় কড়িয়া বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল ইসলাম-এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৭৯ এমপি থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পারইল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৫ কেজি ভারতীয় জিরা, ৪ পিস ভারতীয় বেনারসি শাড়ি, ৮ পিস শাল,১ কেজি ওয়াশিং পাউডার, ৩টি স্টিলের মগ, ২টি স্টিলের গ্লাস ও ১টি স্টিলের চামচ জব্দ করা হয়।
মালামালগুলো নিকটস্থ হিলি শুল্ক অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, ইনশাআল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে বিজিবি সদস্যরা সীমান্তে তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে যাচ্ছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সদা সতর্ক রয়েছি। নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় গরু পাচার, মাদক চোরাচালান, অবৈধ সীমান্ত পারাপার ও সকল প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান আরও জোরদার থাকবে।
তিনি আরও বলেন, সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং দেশকে মাদক ও চোরাচালান মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।