জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অধিভুক্ত কদমতলী থানা একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ত থানা হিসেবে সুপরিচিত। ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই এ থানা আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এরই ধারাবাহিকতায় কদমতলী থানায় কর্মরত পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনের স্বীকৃতি ও সম্মান জানাতে আজ অনুষ্ঠিত হলো এক আবেগঘন বিদায় অনুষ্ঠান।
দীর্ঘদিন সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের পর কর্মস্থল থেকে বিদায় নিলেন কদমতলী থানার পুলিশ সদস্য মোঃ ওয়ালী মোল্লা। তাঁর বিদায় উপলক্ষে থানার কম্পাউন্ডে বাংলাদেশ পুলিশের ঐতিহ্য অনুযায়ী সম্মানজনক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব শেখ আশরাফুজ্জামান, ইন্সপেক্টর (তদন্ত) জনাব মোঃ সাফায়েত হোসেন, ইন্সপেক্টর (অপারেশন) জনাব নূরজাহান আক্তার, সেকেন্ড অফিসার মাহবুবুর রহমান, ডিউটি অফিসারসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা। সহকর্মীদের উপস্থিতিতে বিদায়ী সদস্যের প্রতি জানানো হয় আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
বিদায়ী বক্তব্যে মোঃ ওয়ালী মোল্লা তাঁর কর্মজীবনের নানা অভিজ্ঞতার কথা স্মরণ করেন এবং সহকর্মীদের সহযোগিতা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “বাংলাদেশ পুলিশের একজন সদস্য হিসেবে কদমতলী থানায় কাজ করতে পেরে আমি গর্বিত। এখানে সহকর্মীদের সহযোগিতা ও নেতৃত্ব আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে।”
অনুষ্ঠানে বক্তারা মোঃ ওয়ালী মোল্লার পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও মানবিক আচরণের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, তাঁর মতো অভিজ্ঞ ও নিষ্ঠাবান সদস্যদের অবদান কদমতলী থানার সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যৎ জীবনে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখ-সমৃদ্ধি কামনা করেন উপস্থিত কর্মকর্তারা।
অনুষ্ঠান শেষে বিদায়ী সদস্যকে সম্মাননা ও স্মারক উপহার প্রদান করা হয়। আবেগঘন পরিবেশে সহকর্মীরা তাঁকে বিদায় জানান, যা একদিকে যেমন পেশাগত জীবনের একটি অধ্যায়ের সমাপ্তি, তেমনি মানবিক বন্ধনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকে।
বাংলাদেশ পুলিশের অন্যান্য থানা ও ইউনিটের মতো কদমতলী থানার এ বিদায় অনুষ্ঠানও প্রমাণ করে—পুলিশ বাহিনীতে শুধু দায়িত্ব নয়, সহমর্মিতা, সম্মান ও পারস্পরিক ভালোবাসার এক শক্তিশালী বন্ধন বিদ্যমান।