আবদুল করিম সোহাগ বিনোদন প্রতিবেদক।
দেশের গণমাধ্যম অঙ্গনের পরিচিত মুখ শাকিলুর রহমান ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। মাগুরার সন্তান শাকিল দীর্ঘদিন ধরে দেশের মিডিয়া জগতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সাংবাদিকতার প্রতি গভীর অনুরাগ থেকেই তার পেশাগত যাত্রার সূচনা। সময়ের সঙ্গে সঙ্গে সততা, পরিশ্রম ও পেশাদার দক্ষতার সমন্বয়ে তিনি নিজেকে একজন দায়িত্বশীল ও সুপ্রতিষ্ঠিত সাংবাদিক হিসেবে গড়ে তুলেছেন।
বর্তমানে তিনি দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভি-এর ডিজিটাল মিডিয়া ও মার্কেটিং বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে বিনোদন সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)-এর যুগ্ম সম্পাদক হিসেবে সংগঠনকে এগিয়ে নিতে সক্রিয় ভূমিকা রাখছেন।
সাংগঠনিক কর্মকাণ্ডেও তিনি সমানভাবে সক্রিয়। তিনি ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন (ইমা)-এর নির্বাহী সদস্য, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) ও বৃহত্তর যশোর সাংবাদিক ফোরাম-এর সদস্য এবং জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা প্লাটিনাম-এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
তার পেশাগত সাফল্যের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালে তিনি অর্জন করেন মর্যাদাপূর্ণ গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ড। ডিজিটাল মিডিয়া ও মার্কেটিং খাতে বিশেষ অবদানের জন্য এই সম্মাননা প্রদান করা হয় তাকে। পুরস্কার গ্রহণের প্রতিক্রিয়ায় শাকিলুর রহমান বলেন, ‘এ ধরনের স্বীকৃতি কাজের প্রতি দায়বদ্ধতা আরও বাড়িয়ে দেয় এবং সামনে আরও ভালো কিছু করার অনুপ্রেরণা জোগায়।’
শাকিলুর রহমান বাংলাদেশের মিডিয়া অঙ্গনে তরুণ উদ্যম ও প্রথাগত সাংবাদিকতার সমন্বয়ে গড়ে ওঠা এক আশাব্যঞ্জক নাম। জন্মদিনে তাকে ঘিরে সহকর্মী, শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় ভরে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। সবাই তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত জীবনে আরও সাফল্য কামনা করছেন।