1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নতুন বছরে মুমিনের ভাবনা - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পোস্টাল ব্যালট বিতর্কে বিএনপি ক্ষতিগ্রস্ত : সালাহউদ্দিন মার্কিন-ই/সরায়েলি সাইবার সফটওয়্যার বন্ধের নির্দেশ দিল বেইজিং গণভোটে ‘হ্যাঁ’ ভোট: দেশের ম্যান্ডেট পূর্ণ করার সুযোগ -অধ্যাপক আলী রীয়াজ এলিয়েনের সঙ্গে যোগাযোগ, বিজ্ঞানীদের নজরে মৌমাছির মস্তিষ্ক মটরশুঁটির যত পুষ্টিগুণ সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন এখন খুবই প্রয়োজন: বদিউল আলম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবদের বিদায় সংবর্ধনা খল চরিত্রের আড়ালে সংগ্রামের জীবন: কমল পাটেকর শীতের মৌসুমে বাড়ছে নিপাহ ভাইরাসের আতঙ্ক: যা জানা জরুরি প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠক করবেন তারেক রহমান

নতুন বছরে মুমিনের ভাবনা

  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

আবু তালহা তারীফ

নতুন বছর শুরু, জীবন থেকে একটি বছর বিয়োগ। বিয়োগ হয়েছেন কারো নিকটাত্মীয়, প্রতিবেশী এমনকি নিজ পরিবারের সদস্যও। পৃথিবীর মায়া ছেড়েছেন মা কিংবা বাবা। সদ্য বিদায়ি নতুন এই বছরে কত পরিচিত মুখ আজ দেখি না। কবরস্থানে গিয়ে দেখা মেলে তাদের কবর, কবরগুলো ভেঙে গেছে, অনেকের কবরের চিহ্নই নেই। গত বছরের এই দিনে তারা ছিল, আজ নেই। আগামীতে আমি থাকব কি? কবরবাসীর তালিকায় আমার নাম রয়েছে কি? সাদা কাপড় পরিধান করে কবরে প্রথম রাত কীভাবে কাটব? মাটির এই ঘরে কেউ কি সঙ্গী হবে? অন্ধকার এই কবরে কীভাবে থাকব?

নতুন বর্ষবরণে আনন্দ-উল্লাসে মেতে আছি, যাদের সঙ্গে এই রঙ্গলিলায় আড্ডাবাজিতে সময় নষ্ট করছি, অন্যকে ঠকিয়ে হারাম অর্জন করে কোটি টাকা আয় যাদের জন্য করেছি, তারা কি কেউ যাবে? এক কথায় উত্তর—‘না’। আমি জানি না, কখন যেন কবরবাসীর তালিকায় আমার এই সুন্দর নামটি যুক্ত হয়। আল্লাহর দরবারে দোয়া করি, হে আল্লাহ, আমাদের নেক হায়াত দান করুন।

মুমিন হিসেবে কবরে যাওয়ার আগে প্রস্তুতি নেওয়া জরুরি। বুখারি শরিফে উল্লেখ রয়েছে, ইবনে ওমর (রা.) বলতেন, ‘তুমি সন্ধ্যায় উপনীত হলে আর ভোরের অপেক্ষা কোরো না এবং ভোরে উপনীত হলে সন্ধ্যার অপেক্ষা কোরো না। তোমার সুস্থতার অবস্থায় তোমার পীড়িত অবস্থার জন্য কিছু সঞ্চয় করো এবং জীবিত অবস্থায় তোমার মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো।’ (বুখারি : ৬৪১৬)

নতুন বছরে বাস্তবমুখী পরিকল্পনার মাধ্যমে সময়কে কাজে লাগাবে একজন সফল মুমিন। সদ্য বিদায়ি বছরের অসমাপ্ত কাজ পর্যালোচনা করে সঠিক নিয়মে জীবনকে সাজাবে। আত্মীয়স্বজন, প্রতিবেশী, অধীনস্থ কর্মচারী, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, সামাজিকভাবে সবার সঙ্গে সুসম্পর্ক স্থাপনসহ প্রত্যেকের হক আদায় করে নতুন বছরে আমল গত বছরের তুলনায় বৃদ্ধি করবে। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে নতুন বছরে তাহাজ্জুদ ও নফল নামাজের অভ্যাস করবে। সকাল-সন্ধ্যা কোরআন পাঠ করলে নতুন বছরে অর্থসহ কোরআন তিলাওয়াত শুরু করা, অর্থসহ তিলাওয়াত করলে প্রত্যহ একটি করে আয়াত মুখস্থ করা, দান-সদকার পরিমাণ বাড়ানো, হালাল উপার্জন করা, সোনার মদিনায় হাজিরা দেওয়ার চেষ্টা করা—এক কথায়, বিদায়ি বছরের তুলনায় নতুন বছরে সব ধরনের আমল বাড়ানোর রুটিন করে কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনকে নতুনত্ব দিয়ে সাজাবে।

একজন মুমিন পাপকাজ করবে না, অন্যকেও করতে দেবে না। পরিবারের মেয়েদের পর্দায় রাখবে। আমরা যারা ভাইরালের নেশায় কয়েকটি টাকার আশায় নিজ স্ত্রী বা মেয়েদের ভিডিও করে অন্যকে দেখার সুযোগ করে দিচ্ছি, অভিভাবক হিসেবে জঘন্য এই কাজের কারণে পরকালে জবাবদিহি করতে হবে। পরিবারে সদস্যদের ধর্মীয় ও নৈতিকতা শিক্ষার মাধ্যমেই সুখী পরিবার করা খুব সহজেই সম্ভব।

আল্লাহতা্লআ বলেন, ‘হে ঈমানদাররা, তোমরা নিজেদের এবং পরিবারের লোকদের আগুন থেকে বাঁচাও।’ (সুরা তাহরিম : ৬)

প্রিয় পাঠক, আসুন পেছনে ফেলে আসা অপরাধ ভুলে গিয়ে যদি অন্যের হক নষ্ট করে থাকি, তা পরিশোধ করে অন্তর থেকে তওবা করে আল্লাহর দরবারে ক্ষমাপ্রার্থনা করি। আল্লাহ ক্ষমাশীল, দয়াময়, পরম করুণাময়, সঠিকভাবে ক্ষমা চাইলে তিনি সব অপরাধ ক্ষমা করে দেবেন। আমরা নতুন বছরে অঙ্গীকার করি—ছোট আমলও ছাড়ব না, ছোট গুনাহও করব না। জীবনকে কোরআনের রঙে রঙিন করব। আল্লাহত্লিআ বলেন, ‘যে ব্যক্তি তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের খারাপ আমলকে ভালো আমলে রূপান্তর করেন।’ (সুরা ফুরকান : ৭০)

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট