আফজাল হোসাইন ফারাবী
বিশেষ প্রতিনিধি, সংবাদ এই সময়।
শুক্রবার সন্ধ্যায় নগরীর পাহাড়তলী এলাকার একটা রেস্টুরেন্টে গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স চট্টগ্রাম রিজিয়নের পাহাড়তলী অঞ্চলে গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে পাহাড়তলী বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল হান্নানের সঞ্চালনায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অপর ব্রাঞ্চ ম্যানেজার ফারুক হোসেনের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স চট্টগ্রাম এর ডেপুটি রিজিওনাল ম্যানেজার লায়ন মোহাম্মদ মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাওয়ার সেল মডেল স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক জিয়াউল করিম স্যার। এতে স্বাগত বক্তব্য রাখেন শুভাশিস কান্তি, ইউনিট ম্যানেজার, গার্ডিয়ান লাইফ।
প্রধান অতিথি জনাব মাসুদ তার বক্তব্যে গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স দেশের বৃহৎ তিনটি গ্রুপ অব কোম্পানি কর্তৃক পরিচালিত ব্র্যাক, স্কয়ার এবং এপেক্স গ্রুপ সম্পর্কে ধারণা প্রদান করেন। ইন্সুরেন্স কি কেন এবং কিভাবে কাজ করে, এর বিভিন্ন সুবিধাদি নিয়ে আলোকপাত করেন। পাশাপাশি গার্ডিয়ান লাইফ কেন অন্যদের চেয়ে এগিয়ে আছে তা নিয়ে যুক্তি উপস্থাপন করেন। গ্রাহকদের আমানত সুরক্ষায় শতভাগ ক্যাশলেস লেনদেনের বিষয়টি উপস্থিত সকলে বেশ প্রশংসা করেন। এছাড়া জনাব মাসুদ উপস্থিত গ্রাহক ও সুধীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠান শেষে সবার জন্য ডিনারের আয়োজন করা হয় এবং সবাইকে নতুন বছরের শুভেচ্ছা উপহার দেওয়া হয়।