পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ
অপারেশন ডেভিল হান্ট’র আওতায় চলমান অভিযানে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মো. তাজুল ইসলাম (৪৭) নামের এক আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। পুলিশী অভিযানে গ্রেফতারকৃত মো. তাজুল ইসলাম মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও তাইন্দং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
রোববার (৪ জানুযারি) রাত ৯টার দিকে মাটিরাঙ্গা উপজেলা সদরের তবলছড়ি চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন।
তাঁর বিরুদ্ধে চেক জালিয়াতির মামলাসহ মাটিরাঙ্গা থানায় বিভিন্ন অপরাধে ১১টি মামলা রয়েছে জানিয়ে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।