মো আবদুল করিম সোহাগ
ঢাকা
গান, আড্ডা আর ভালোবাসার আবেশে উদযাপিত হলো গীতিকার মুনসুর সানির জন্মদিন।
সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর মগবাজার গ্র্যান্ড প্যালেসে সংগীতাঙ্গনের স্বজনদের উপস্থিতিতে আয়োজন করা হয় এই বিশেষ অনুষ্ঠান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন গীতিকবি সোহাগ ওয়াজিউল্লাহ। অনুষ্ঠানে ছিল শুভেচ্ছা বক্তব্য, কেক কাটা, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং রাতের নৈশভোজ।
জন্মদিনের শুভেচ্ছা জানান গীতিকবি নীহার আহমেদ, এসআই শহীদ, রবিউল ইসলাম রবি, সাইফুল বারী ও কণ্ঠশিল্পী আকাশ মাহমুদ, মহোয়া মনা, মৌরি, লাবণ্যসহ আরও অনেকে।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কণ্ঠশিল্পী ও সাংবাদিক সানি আজাদ। প্রাণবন্ত এই আয়োজন অতিথিদের জন্য হয়ে ওঠে এক স্মরণীয় সন্ধ্যা।