জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত ডিসি পার্ককে ঘিরে দর্শনার্থীদের আগ্রহ বাড়ছে। প্রায় ১৪০ প্রজাতির দেশি ও বিদেশি ফুলে নান্দনিকভাবে সাজানো হয়েছে পার্কটির পুরো এলাকা। রঙিন ফুলের বাহারি বিন্যাসে পার্কটি এখন এক মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের কেন্দ্রে পরিণত হয়েছে।
পার্কজুড়ে গোলাপ, গাঁদা, জারবেরা, পেটুনিয়া, জিনিয়া, ডালিয়া, গ্লাডিওলাসসহ বিভিন্ন মৌসুমি ও শোভাবর্ধক ফুল দিয়ে তৈরি করা হয়েছে সুপরিকল্পিত ফুলের বাগান, হাঁটার পথের দু’পাশে ফুলের সারি এবং দৃষ্টিনন্দন ল্যান্ডস্কেপ। ফুলের সৌরভ ও রঙের মেলবন্ধনে পুরো পার্ক এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে প্রশান্ত পরিবেশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে ফৌজদারহাট ডিসি পার্ক। উদ্বোধনের পর এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে। নগরবাসীর বিনোদন ও অবসর যাপনের জন্য পার্কটি একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ ও নগরায়ণের মধ্যে সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে গৃহীত এই উদ্যোগ চট্টগ্রাম অঞ্চলের বিনোদন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।