জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার
বাঁশখালী পৌরসভা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ওসমান গণি মুজাহিদের পক্ষ থেকে বাঁশখালী পৌরসভার ৭নং ওয়ার্ডে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
এই কর্মসূচির আওতায় দুই ধাপে মোট ২০০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে আজ প্রথম ধাপে ৫০ জন শিক্ষার্থীকে খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
আজ সকাল ১০টায় বাঁশখালী পৌরসভা ৭নং ওয়ার্ডের শুক্লা দাশ পাড়া ও মুহুরী পাড়ায় ছোট ছোট শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে এসব উপকরণ তুলে দেন ওসমান গণি মুজাহিদ।
এ সময় ওসমান গণি মুজাহিদ বলেন, শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। আর্থিক সংকটের কারণে যেন কোনো শিশু শিক্ষাবঞ্চিত না হয়, সে লক্ষ্যেই এই উদ্যোগ। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভার ৭নং ওয়ার্ড যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
স্থানীয় অভিভাবকরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তারা এ ধরনের মানবিক ও শিক্ষামূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।