মো আবদুল করিম সোহাগ
ঢাকা
সেনাবাহিনী স্কোয়াশ কমপ্লেক্সে পর্দা নামলো সেনাপ্রধান আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট ২০২৬ এর। সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণে ফেডারেশনের সভাপতি সেনা সদরদপ্তরের প্রধান প্রকৌশলী মেজর জেনারেল মোঃ হাসান-উজ-জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীফ অব জেনারেলের স্টাফ লেঃ জেনারেল রহমান শামীম, এশিয়ান স্কোয়াশ ফেডারেশন সহ-সভাপতি আদেল জাসেম আল গালিব, ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল ( অব.) কামরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এর সহসভাপতি মেজর ( অব.) ইমরোজ আহমেদ, মহাসচিব জুবায়ের রহমান রানা, সাবেক কার্যনির্বাহী সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী, কার্যনির্বাহী সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.)নাসিমুল গণি, সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট এবং জিওসি লজিস্টিক এরিয়া, ইরানি কোচ জাভেদ মহসিন সহ সামরিক এবং বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, খেলোয়াড়বৃন্দ। মিশর, বাহারাইন, কুয়েত, জাপান, মালয়েশিয়া, বেলজিয়াম, পাকিস্তান ও স্বাগতিক বাংলাদেশের চব্বিশতম খেলোয়াড়ের মধ্যে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন মিশরের ইয়াসিন এবং রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন মালয়েশিয়ার ডুনকান লি।