কাজী নূরনবী
নওগাঁ প্রতিনিধি
দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র বিদ্রেহী আত্মার শান্তি কামনায় নওগাঁয় ভাগবত গীতা পাঠ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ ঘোষপাড়া সনাতনী সংঘ, নওগাঁ’র আয়োজনে শুক্রবার ৯ জানুয়ারি সন্ধ্যা ৬টায় শহরের আনন্দমঠ, দক্ষিণ ঘোষপাড়ায় এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ ঘোষপাড়া সনাতনী সংঘের আহ্বায়ক শ্রী-আনন্দ দে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নওগাঁ (সদর) -০৫ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী জাহিদুল ইসলাম ধলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন,জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিউল আজম ভিপি রানা।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু,সদস্য সচিব রুহুল আমীন মুক্তা,জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া হোসেন জাকির,সাধারণ সম্পাদক দোহা সহ জেলা ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভাগবত গীতা পাঠ করা হয় এবং দেশনেত্রীর বিদ্রেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
পরে অংশগ্রহণকারীরা মতবিনিময় সভায় দেশ,জাতি ও গণতন্ত্রের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।