1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত না হলে আত্মত্যাগ বৃথা যাবে: শামা ওবায়েদ - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে মনোনয়ন ফিরে পেলেন রবিউল হাসান তানজিম সবার দোয়া ও ভালবাসায় অভিনয় করে এগিয়ে যেতে চাই : অভিনেতা ইমরান হাসো শেরপুরে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হাফিজ বাউলার সুরে রাজু মন্ডলের কণ্ঠে প্রকাশ পেলো ‘গোপন কুটির’ প্রকাশ পেল টুটুল -লাবন্য’র ‘সেই মানুষটা তুমি’ কুড়িগ্রামে এলপিজি গ্যাসের দাম দ্বিগুণ, তবু মিলছে না সিলিন্ডার শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ, শীর্ষে কারা? পোস্টাল ব্যালট বিতর্কে বিএনপি ক্ষতিগ্রস্ত : সালাহউদ্দিন মার্কিন-ই/সরায়েলি সাইবার সফটওয়্যার বন্ধের নির্দেশ দিল বেইজিং গণভোটে ‘হ্যাঁ’ ভোট: দেশের ম্যান্ডেট পূর্ণ করার সুযোগ -অধ্যাপক আলী রীয়াজ

সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত না হলে আত্মত্যাগ বৃথা যাবে: শামা ওবায়েদ

  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার

ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে দেশের জন্য দেওয়া সব আত্মত্যাগই বৃথা যাবে। তিনি বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা না হলে রাষ্ট্র পরিচালনার বৈধতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের কৃত্তা মাদরাসা মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, আগামী দিনে কোন দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে—সে সিদ্ধান্ত জনগণকে ঐক্যবদ্ধভাবেই নিতে হবে। গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিত করতে না পারলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বও হুমকির মুখে পড়বে।

তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে বেগম খালেদা জিয়া একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। গণতন্ত্র ও ভোটাধিকারের প্রশ্নে তিনি কখনো আপস করেননি। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি স্বৈরশাসন ও দমন-পীড়নের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন সংগ্রাম চালিয়ে গেছেন।

বিএনপির এই নেতা আরও বলেন, গত বছরের জুলাইয়ের অভ্যুত্থানসহ বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। গত ১৭ বছরে গুম, খুন ও দমন-পীড়নের ঘটনায় অসংখ্য মানুষের জীবন ঝরে গেছে। আবু সাঈদ, মুগ্ধসহ সাহসী অনেক মানুষের আত্মত্যাগ এবং সম্প্রতি দেশপ্রেমিক হাদির মৃত্যু জাতিকে নাড়া দিয়েছে। এসব আত্মত্যাগ তখনই অর্থবহ হবে, যখন দেশ সঠিক ও গণতান্ত্রিক পথে পরিচালিত হবে।

দোয়া মাহফিলে সালথা উপজেলা যুবদল নেতা হাসান আশরাফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুজ্জামান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত শরিফ, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আজাদসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার আপসহীন ভূমিকা এবং রাষ্ট্র পরিচালনায় তার অবদান তুলে ধরা হয়। পরে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট