জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার
শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।
বাউফল উপজেলায় সূর্য্যমনি ৩ নং ওয়ার্ডে সানেশ্বর যুব একতা সংগঠন উদ্যোগে কম্বল বিতরণ কর্মসূচী পালন করার
স্থানীয় এলাকা প্রকৃত অভাবী ও বয়স্ক ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে আগে থেকেই টোকেন বিতরণ করে ,
এবং সংস্থার সদস্যদের মাসিক চাঁদা এবং সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের অনুদান সংগ্রহ। ভোরের সরাসরি মহল্লায় গিয়ে তাদেরকে দেওয়া হয়।
সংস্থার সভাপতি বলেন, ” সানেশ্বর যুব একতা সংগঠন সমাজই পারে একটি সুন্দর সমাজ গড়তে।
এই হাড়কাঁপানো শীতে কোনো মানুষ যেন বিনা কষ্টে রাত না কাটায়, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমাদের এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।”
কম্বল পেয়ে এলাকার একজন বৃদ্ধা বলেন,
“বাপুরা এই শীতে খুব কষ্টে আছিলাম, কম্বলটা পেয়ে খুব উপকার হলো। আল্লাহ তোমাদের ভালো করুক।”