হাবিবুর রহমান সুজন।
বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ে এক শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন বন্ধু।
শিক্ষা শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ নয়—মানবিকতা, সহমর্মিতা ও বন্ধুত্বের মূল্যবোধই প্রকৃত শিক্ষা। রাঙামাটির বাঘাইছড়ি বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ে এমনই এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন এক শিক্ষার্থী বন্ধুর।
অর্থনৈতিক অসচ্ছলতার কারণে বিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত হয়ে পড়া এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে তার ভর্তি ফি নিজ উদ্যোগে পরিশোধ করে স্কুলে ভর্তি নিশ্চিত করেছেন Md Jahangir Alam। শিক্ষার্থীর ভবিষ্যৎ যেন থেমে না যায়—এই চিন্তা থেকেই তার এই মহৎ উদ্যোগ।
এই মানবিক কার্যক্রমে সহযোগিতা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, সাজেক ইউনিয়ন শাখা। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা ও মানবিক সহায়তার এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই সময় উপস্থিত থেকে কার্যক্রমের প্রতি সমর্থন জানান—
মামুনুর রশিদ মামুন
মো: নুরুল ইসলাম
মো:সোহাগ
মো: টিপু
মো: রায়হান হোসেন
উপস্থিত সবাই এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজে যদি এভাবেই একজন আরেকজনের পাশে দাঁড়ায়, তাহলে শিক্ষাবঞ্চিত কোনো শিক্ষার্থী আর পিছিয়ে থাকবে না।
স্থানীয় শিক্ষাবিদ ও অভিভাবকরাও এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এটি শুধু একটি ভর্তি নয়—এটি একটি জীবনের স্বপ্ন বাঁচিয়ে রাখার গল্প।
মানবিকতা ও বন্ধুত্বের এমন উজ্জ্বল উদাহরণ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেই মনে করছেন সচেতন মহল।