কাজী নূরনবী
জেলা প্রতিনিধি
দীর্ঘ ৩০ বছর সশ্রম কারাদণ্ড ভোগ শেষে অবশেষে মুক্তি পেলেন নারী বন্দি রাহেলা বেগম (৬৫)। দীর্ঘদিন কারাবন্দি থাকার পর তার জরিমানার টাকা পরিশোধে সক্ষম না হওয়ায় মানবিক কারণে নওগাঁ জেলা কারাগার কর্তৃপক্ষ তার জরিমানার টাকা পরিশোধ করে আজ ১১.০১.২৬ ইং রবিবার তাকে মুক্তি প্রদান করেছে।
রাহেলা বেগম নওগাঁর আত্রাই উপজেলার দীঘা গ্রামের বাসিন্দা ও মোকসেদ আলীর স্ত্রী।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কয়েদি নং-৬০১২/এ ধার্য রাহেলা বেগম হত্যা মামলায় দীর্ঘদিন কঠোর শাস্তি ভোগ করার পরও জরিমানার ৫ হাজার ৫০০ টাকা অনাদায়ে এক বছর এক মাস অতিরিক্ত কারাভোগের শাস্তির মুখে পড়েন,গরীব বয়স্ক নারী হিসেবে তার পক্ষে এই টাকা পরিশোধ করা সম্ভব ছিল না।
এই মানবিক দৃষ্টিভঙ্গিতে জেলা কারাগার কর্তৃপক্ষ তার জরিমানার টাকা পরিশোধ করে মুক্তির ব্যবস্থা করেন। এর ফলে রাহেলা বেগম আজ আনুষ্ঠানিকভাবে কারামুক্ত হয়ে পরিবারের কাছে ফিরে যেতে পেরেছেন।
দীর্ঘ কারাজীবন শেষে মুক্তি পেয়ে আবেগাপ্লুত হয়ে পরেন।রাহেলা বেগম কারা কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,জীবনের শেষ সময় আবার পরিবারের মাঝে ফিরে আসার সুযোগ পেয়েছি,যা আমার জন্য এক অসীম স্বস্তির বিষয়।
কারা বিভাগ জানায়,বিশেষ করে বয়স্ক এবং অসহায় কয়েদিদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয় যাতে তাদের জীবনযাত্রায় সহায়তা করা যায়।
নওগাঁ জেলা কারা কর্তৃপক্ষের এই মানবিক উদ্যোগ সমাজে এক ইতিবাচক আলোড়ন সৃষ্টি করেছে।