শরীয়তপুর প্রতিনিধি
এবি এম জিয়াউল হক টিটু
শরীয়তপুরের জাজিরা উপজেলার বহুল আলোচিত বিলাসপুর এলাকায় ডগ স্কোয়াডের সহায়তায় যৌথ বাহিনী বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি ককটেল বোমা, দেশীয় অস্ত্র ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে।
সোমবার (১২ জানুয়ারি) ভোর ৪টা থেকে বিলাসপুর ও পার্শ্ববর্তী নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের একাধিক স্থানে এই অভিযান পরিচালিত হয়। মুলাই বেপারী কান্দি ও চেরাগ আলী বেপারি কান্দিসহ বিভিন্ন এলাকায় বসতঘর ও বাঁশঝাড়ে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বালতিতে সংরক্ষিত ককটেল বোমাগুলো উদ্ধার করা হয়।
অভিযানে প্রায় ৫০–৬০ জন পুলিশ সদস্য ও ১৫০ জনের বেশি সেনা সদস্য অংশ নেন। এ সময় বোমা তৈরির সরঞ্জাম, দেশীয় অস্ত্র এবং একটি খেলনা ড্রোনও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজন নারী ও একজন পুরুষকে আটক করা হয়েছে।
অভিযান শেষে কুদ্দুস বেপারী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তানভীর হোসেন (পিপিএম সেবা) জানান, এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্য বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে।
উল্লেখ্য, সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রাণহানির পর বিলাসপুর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। এ ঘটনায় জাজিরা থানায় ৫৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৪০–১৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।