শরীয়তপুর প্রতিনিধি
এবি এম জিয়াউল হক টিটু
নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে রোয়ান সুইটস নামে একটি মিস্টির দোকানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
এসময় মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ মিষ্টি তৈরি, পাশেই গোসল করার জায়গা), উৎপাদিত/মজুতকৃত পণ্যের (দই ও ঘি) BSTI লাইসেন্স ও কোন লেবেলিং ছিলো না, পোকামাকড় নিয়ন্ত্রণে কোন ব্যবস্থা নেই ও ঢাকনাযুক্ত ডাস্টবিন ছিলো না, উন্মুক্ত পরিবেশে রান্না করা, কর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি না মেনে কাজ করা, খাবার পরিবেশন খালি হাতে মাথায় নেই ক্যাপ যা মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পোড়া তেল ব্যবহার করায় ওই প্রতিষ্ঠানের মালিককে ১ লাখ টাকা জড়িমানা পূর্বক নগদ আদায় করা হয়।
সোমবার ১২ জানুয়ারি, সকালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাস এবং জেলা নিরাপদ খাদ্য অফিসার সুব্রত ভট্টাচার্য্য। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশের একটি দল।