জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার
গাজীপুরে কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের চিনাইল গ্রামেশুরু হয়েছে ২শ বছরের পুরোনো ঐতিহ্যবাহী মাসব্যাপী কেশা পাগলের মেলা। দুই শত বছরের বেশি সময় ধরে চলে আসা এই মেলাটি এ অঞ্চলের ধর্মীয় সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিতিএ মেলায়। কেশা পাগলের আশ্রমে আছে থাকা-খাওয়ার ব্যবস্থা। মেলা উপলক্ষে ইতোমধ্যে দেশ-বিদেশ থেকে ভক্ত ও দর্শনার্থীরা চিনাইল পাগল ধাম আশ্রমে আসতে শুরু করেছেন। মেলা প্রাঙ্গণে শত শত দোকানি তাদের পসরা সাজিয়ে বসেছেন। খেলনা, চুড়ি-মালা, বাঁশ ও কাঠের তৈরি সামগ্রী, মাটির জিনিসপত্র, আসবাবপত্রের পাশাপাশি নাগরদোলা, নৌকা দোলা, চেয়ার ঘোরানি সহ শিশু ও তরুণদের জন্য নানা ধরনের বিনোদন ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া গ্রামীণ ঐতিহ্যবাহী খাবার, মিষ্টান্ন ও পিঠার দোকানেও দেখা গেছে ক্রেতাদের ভিড়।
এই মেলাকে কেন্দ্র করে আশপাশের এলাকার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়েছে। স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও হস্তশিল্পীদের জন্য এটি একটি বড় আয়ের সুযোগ হিসেবে বিবেচিত হয়।
গাজীপুর ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেয়র মুজিবুর রহমান আগামীকাল বুধবার মেলাটি বিকাল তিন ঘটিকার সময় উদ্বোধন করার কথা রয়েছে মেলা কর্তৃপক্ষ জানিয়েছেন।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, মেলা কমিটির পক্ষ থেকে একটি লিখিত আবেদন পাওয়া গেছে। সেই আবেদন গাজীপুর জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে এবং বর্তমানে যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে।
তবে মেলা আয়োজন নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারির কথা জানানো হয়েছে।