আবদুল করিম সোহাগ।
বিনোদন প্রতিবেদক
ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। এক সপ্তাহ ধরে গলায় সংক্রমণ ও টনসিলের ব্যাথায় ভুগছেন। অসুস্থতার কারণে টানা আট দিন ধরে তাঁর কণ্ঠস্বর সম্পূর্ণ বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নিজের শারীরিক অবস্থার কথা জানান ফারিয়া।
সেখানে তিনি লেখেন, “আমি গলায় গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছি। আট দিন ধরে আমার কণ্ঠস্বর বন্ধ হয়ে আছে।”
তিনি আরও বলেন, “৫ তারিখে আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম। এরপর নিজেকে জোর করে কথা বলানোর চেষ্টা করায় পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়।” এই কারণে তাঁকে একাধিক পূর্বনির্ধারিত কাজ ও শুটিং বাতিল করতে হয়েছে বলেও জানান তিনি।
এছাড়াও পোস্টে তিনি উল্লেখ করেন, “আমার অনেক ফোনকল আসছে, কিন্তু এখনই সেগুলো রিসিভ করতে পারছি না। খুব জরুরি হলে দয়া করে টেক্সট করুন ”।