অনলাইন ডেস্ক
২৬ বছর ধরে রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর ২০০৯ সালে শ্রীলঙ্কায় বিচ্ছিন্নতাবাদী যুদ্ধে বিদ্রোহী তামিল টাইগারদের পরাজিত করে দেশটির সেনাবাহিনী। সম্প্রীতি জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের সময় দেশটির সেনাবাহিনীর দমন পীড়নের মধ্যে সংখ্যালঘু তামিলদের ওপর যৌন সহিংসতা চালানো হয়েছে।
সেই সাথে যুদ্ধ শেষ হওয়ার পর পর্যাপ্ত তথ্য উপাত্তের পর ১৭ বছর ধরে ভুক্তভোগীরা বিচার পাচ্ছে বলে প্রতিবেদন উল্লেখ করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনী বিচ্ছিন্নতাবাদীদের ওপর এক অবাধ আক্রমণ চালিয়ে দমন করে এবং ২০০৯ সালের মে মাসের মধ্যে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করে।
এই সামরিক সাফল্যের ফলে ব্যাপক যুদ্ধাপরাধের অভিযোগও উঠেছে।
প্রতিবেদন বলছে, যৌন নির্যাতনের মাধ্যমে তথ্য আহরণ, ব্যক্তি ও সম্প্রদায়কে ভয় দেখানো এবং ভয় ও অপমানের একটি বিস্তৃত পরিবেশ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। তথ্য উপাত্তের পরও শ্রীলঙ্কার সরকারগুলি সংঘাত-সম্পর্কিত যৌন সহিংসতার মামলাগুলি পর্যাপ্তভাবে তদন্ত বা বিচার করতে ব্যর্থ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টার্ক দক্ষিণ এশীয় দেশটিতে দায়মুক্তির বিষয়টি মোকাবিলা করার জন্য দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের নতুন সরকারকে আহ্বান জানিয়েছেন।
সেই সাথে শ্রীলঙ্কায় বেঁচে যাওয়াদের মর্যাদা পুনরুদ্ধার এবং জবাবদিহিতার সংস্তৃতি গড়ে তোলার ওপর জোর দেন টার্ক।
সূত্র: ডন।