1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে লুৎফর হাসানের নতুন গান - সংবাদ এইসময়
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে ‘বাংলা চ্যানেল’ পাড়ি দিলেন ৩৫ সাঁতারু আমি যদি না বলি, এখান থেকে বাইর হইতে পারবেন না স্যার, মাথায় রাইখেন ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে লুৎফর হাসানের নতুন গান মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে দূর্গম পাহাড়ী এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান। বাগমারায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মচমইল ডিগ্রি কলেজ আখেরুল হ/ত্যার ৪০ দিন: আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে, ৩ দিনের মধ্যে গ্রে/প্তারের আল্টিমেটাম সংগ্রামই শক্তি: কৃষকের সন্তান জাহেরুলের স্বপ্নপূরণের অনুপ্রেরণাময় গল্প একটি সাধারণ জাহাজ বদলে দিয়েছিল পৃথিবীর ইতিহাস পোলাও খেতে ভালবাসেন, জিভে জল আনা খাবারটি এদেশের খাবারই নয় প্রায় আড়ায় যুগ ধরে ইংরেজি শেখানোর দিকপাল জামাল হোসেন, এবার উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক

নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে লুৎফর হাসানের নতুন গান

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ
বিনোদন প্রতিবেদক

বাংলাদেশের সংগীত জগতের বহুমাত্রিক শিল্পী লুৎফর হাসান নতুন একটি গানে যুক্ত হয়ে আবারও আলোচনায় এসেছেন। গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী হিসেবে পরিচিত লুৎফর হাসান এবার একসঙ্গে কাজ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠা তরুণ শিল্পী শেখ সোলায়মান, রাকিব এবং দোতারায় সরব ফাহিমা আহমেদ শিফার সঙ্গে।
তরিকের সংগীত আয়োজনে তৈরি গানটির শিরোনাম ‘ভালোবাসার সীমা নাই’। সম্প্রতি গানটি ইউটিউবে প্রকাশ পেয়েছে।
‘তুমি আমায় চিনো নাই গো, আমি তোমায় চিনি নাই, তোমার আমার মইধ্যে তবু ভালোবাসার সীমা নাই’—এমন কথায় নিজের সুরে গানটি গেয়েছেন লুৎফর হাসান। তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন শেখ সোলায়মান ও রাকিব। দোতারায় গানটিতে লোকজ আবহ এনেছেন ফাহিমা আহমেদ শিফা। গানটির ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত।
গানচিত্রের দৃশ্যায়ন হয়েছে টাঙ্গাইলের যমুনার চর ও হেমনগর জমিদার বাড়িতে। লুৎফর হাসান, শেখ সোলায়মান ও রাকিব—তিনজনই একই অঞ্চলের সন্তান হওয়ায় ভিডিওতে উঠে এসেছে সেই এলাকার প্রকৃতি, মাটি আর মানুষের গল্প। নির্মাতাদের মতে, লোকেশনই এই গানচিত্রের সবচেয়ে আলাদা ও শক্তিশালী দিক।
গানটি নিয়ে লুৎফর হাসান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সোলায়মান ও রাকিব ভীষণ জনপ্রিয়। ওরা আমার ছোটভাই। এক মাটির সন্তানেরা এক গানে একসঙ্গে কাজ করব—এটা অনেক আগের ভাবনা ছিল। শিফা দোতারায় যুক্ত হয়েছে, ভিডিওতেও সে অংশ নিয়েছে। এই গান আর গানচিত্রের সবচেয়ে ইউনিক দিক হচ্ছে এর লোকেশন, যেখানে আগে কখনো কাজ হয়নি।
শেখ সোলায়মান ও রাকিব বলেন, লুৎফর ভাই আমাদের এলাকার বড়ভাই। তার লেখা ও সুরে অনেক শিল্পী গান করেছেন। আমাদের ইচ্ছা ছিল একসঙ্গে কাজ করার। ধ্রুব গুহ দাদা এগিয়ে আসায় শেষ পর্যন্ত কাজটা সম্ভব হয়েছে।
উল্লেখ্য, গানটি প্রযোজনা করেছে ধ্রুব মিউজিক স্টেশন। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে ১৫ তারিখ গানটি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি দেশি ও বিদেশি একাধিক ডিজিটাল প্ল্যাটফর্মে গানের অডিও শুনতে পাচ্ছেন শ্রোতারা।
সংক্ষিপ্ত পরিচয়ে বলা যায়, লুৎফর হাসান এমন একজন শিল্পী যিনি কথার গভীরতা, সুরের আবেগ আর লোকজ অনুভূতিকে একসঙ্গে ধরে রাখতে চান। নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গে কাজের মধ্য দিয়ে তিনি সেই ধারাকেই আরও বিস্তৃত করার চেষ্টা করছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট