মোহাম্মদ জাকির ইসলাম,শেরপুর প্রতিনিধি
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে শেরপুরের নালিতাবাড়ীর মেয়ে থেংচি তিশা সাংমা। ঢাকা জেলা পর্যায়ে তেজগাঁও মহিলা কলেজ থেকে অংশ নিয়ে শাস্ত্রীয় নৃত্য ‘কাথাক’–এর ‘ঘ’ বিভাগে প্রথম স্থান অর্জন করেন তিনি। পাশাপাশি ঢাকা বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থান লাভ করে নিজের প্রতিষ্ঠান ও এলাকার সুনাম বৃদ্ধি করেছেন।
থেংচি তিশা সাংমা বর্তমানে তেজগাঁও মহিলা কলেজে বিবিএ প্রফেশনাল দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। তার গ্রামের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি গ্রামে।
তার এই অর্জনে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে তিনি জাতীয় পর্যায়েও শাস্ত্রীয় নৃত্যে আরও বড় সাফল্য এনে দেবেন।