আন্তর্জাতিক ডেস্ক।
পাকিস্তানে অগ্নিকাণ্ড: এক দোকান থেকে ৩০ জনের লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত
পাকিস্তানের করাচিতে গুল প্লাজা শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনায় আরো ৩০টি লাশ উদ্ধার করা হয়েছে। শপিং মলের একটি দোকান থেকে লাশগুলো উদ্ধার করা হয়। এরফলে মৃতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরো অনেকে।
প্রথম ও দ্বিতীয় তলায় উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার পর উদ্ধারকারী দলগুলো মেজানিন ফ্লোরে অভিযান শুরু করলে এই লাশগুলো উদ্ধার করা হয়। ডিআইজি (সাউথ) সৈয়দ আসাদ রাজা জানান, মেজানিন ফ্লোরের একটি মাত্র ক্রোকারিজ দোকানের ভেতরেই ৩০টি লাশ পাওয়া যায়। লাশ উদ্ধারের পর ডিআইজি (সাউথ) সেগুলো সিভিল হাসপাতালে পাঠানোর জন্য একটি বিশেষ দল গঠন করেন।
গাজায় ইসরাইলি বিমান হামলায় তিন সাংবাদিক নিহতগাজায় ইসরাইলি বিমান হামলায় তিন সাংবাদিক নিহত
গত ১৭ জানুয়ারি শনিবার আগুন লাগে করাচির অন্যতম বড় শপিং কমপ্লেক্স গুল প্লাজায়। প্লাজার বেসমেন্টে প্রথম আগুন লাগে এবং তারপর অবিশ্বাস্য দ্রুতগতিতে পুরো শপিং কমপ্লেক্সে ছড়িয়ে পড়ে তা। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হয়েছে আগুনের। সেই আগুনের মাত্রা এত বেশি ছিল যে ফায়ার সার্ভিস কর্মীদের ২৪ ঘণ্টা সময় লেগেছে তা নিয়ন্ত্রণে আনতে।