স্টাফ রিপোর্টার
দুপুরে মিরপুরের জনসভায় যোগ দেবেন জামায়াত আমির
নির্বাচনি প্রচারের প্রথম দিনেই ব্যস্ত হয়ে পড়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন আসনে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করছেন তারা। এ সময় দাঁড়িপাল্লার পক্ষে স্লোগান দেন এবং লিফলেট বিতরণ করেন।
সূত্রমতে, ঢাকার ২০টি আসনের মধ্যে ১৩টিতে জামায়াতের প্রার্থী রয়েছেন। বাকিগুলোতে ১০ দলীয় ঐক্যের শরিক হিসেবে এনসিপি ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা-৫ আসনে জামায়াতের প্রার্থী কামাল হোসেন, ঢাকা-৬-এর প্রার্থী আব্দুল মান্নান, ঢাকা-৭ আসনে এনায়েত উল্লাসহ অন্য প্রার্থীরা গণসংযোগ করছেন।
এছাড়া ঢাকা-১৫ আসনের প্রার্থী জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের জনসভা অনুষ্ঠিত হবে দুপুর আড়াইটায়। মিরপুর-১০ নম্বরে আয়োজিত এই জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির। অন্য আসনেও জামায়াত প্রার্থীদের পক্ষ থেকে প্রচার ও গণসংযোগ শুরু হয়েছে বলে জানা গেছে।